Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিলি জাতীয় ক্রিকেট দলে বাংলাদেশের শোয়েব গাজী


৩১ অক্টোবর ২০১৮ ১৬:৪১ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১৬:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) সহযোগী সদস্য চিলি। এবার দেশটির জাতীয় ক্রিকেট দলে জায়গা পেয়েছেন সেখানে বসবাসরত বাঙালি শোয়েব গাজী।

২০১৬ সালে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে ব্রাজিলের বিপক্ষে চিলি জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল এই পেসারের। এর আগে দেশটির জাতীয় ক্রিকেট লীগও মাতিয়েছেন তিনি।

জাতীয় লীগে ধারাবাহিক সাফল্যের পর ২০১৬ সালেই শোয়েব গাজীর ডাক আসে চিলি জাতীয় দলে। একই বছরের নভেম্বরে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে আইসিসি’র আরেক সহযোগী সদস্য দেশ স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে চিলির হয়ে মাঠে নামেন শোয়েব। ব্রাজিলকে হারিয়ে সেবার শুভ সূচনা করে চিলি। এরপর মেক্সিকো, পেরু ও কলম্বিয়াকে হারায় চিলি। আর্জেন্টিনার বিপক্ষে সেবার গ্রুপ পর্বের ম্যাচে হারলেও ফাইনালে আর্জেন্টিনাকেই হারিয়ে শিরোপা ঘরে তোলে শোয়েব গাজীরা।

বিজ্ঞাপন

বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে জন্ম শোয়েব গাজীর। বাবা মরহুম মাহাবুব রাব্বানি ছিলেন রামগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আসক্তি ছিল তার। ২০০২ সালে বিকেএসপির অধীনে লক্ষীপুরে অনূর্ধ্ব-১৬ প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন তিনি। ২০১৫ সালে উচ্চশিক্ষার জন্য যান চিলিতে। সেখানে গিয়ে পড়াশোনার পাশাপাশি ক্রিকেটও ধরে রেখেছিলেন। এরপর ২০১৬ সালে স্থানীয় স্টেশান সেন্টার ক্রিকেট ক্লাবের হয়ে লীগ খেলার সুযোগ পান। দারুণ পারফরম্যান্সে নজর কাড়েন চিলির জাতীয় নির্বাচকদের।

২০১৭ ও ২০১৮ মৌসুমে কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে চিলি জাতীয় ক্রিকেট দলের মূল একাদশ থেকে নিজেকে গুটিয়ে রাখেন শোয়েব। তবে অনুশীলনে থাকার পাশাপাশি ফর্ম ধরে রাখার সুবাদে ২০১৯ মৌসুমে আবারো দেশটির জাতীয় দলে খেলার সুযোগ থাকছে শোয়েবের।

সারাবাংলা/এসএন

চিলি ক্রিকেট দল শোয়েব গাজী

বিজ্ঞাপন

নেইমারের গোলে সান্তোসের জয়
১৭ জুলাই ২০২৫ ১২:১৬

আরো

সম্পর্কিত খবর