Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে থামাতে পারছে না কেউ


৩ নভেম্বর ২০১৮ ১০:৪৩ | আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ১০:৫৭

।। স্পোর্টস ডেস্ক ।।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে পাকিস্তান। এ নিয়ে টানা এগারোটি টি-টোয়েন্টি সিরিজ জিতলো পাকিস্তানিরা। যেটি শুরু হয়েছিল ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কোরি অ্যান্ডারসন (৪৪) ও কলিন মুনরোর (৪৪) ব্যাটে ভর করে ৭ উইকেটে ১৫৩ রান তোলে কিউইরা। কেন উইলিয়ামসন করেন ৩৪ বলে ৩৭ রান। পাকিস্তানের হয়ে ২০ রানে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফখর জামান ও বাবর আজমের ওপেনিং জুটিতে আসে ৪০ রান। ফখর জামান ১৫ বলে ২৪ আর বাবর আজম ৪০ রান করেন। তিনে নামা আসিফ আলী ৩৪ বলে করেন ৩৮ রান। মোহাম্মদ হাফিজ ২১ বলে করেন ৩৪ রান। ম্যাচসেরার পুরস্কার পান আফ্রিদি।

২০১৬ সালে ইংলিশদের বিপক্ষে এক ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে জিতেছিল পাকিস্তান। এরপর আর কোনো সিরিজেই হারেনি সরফরাজ আহমেদের দলটি। পরের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরব আমিরাতেই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই জেতে পাকিস্তান। ২০১৭ সালে চার ম্যাচের সিরিজে ক্যারিবীয়ানদের ৩-১ ব্যবধানে হারায় পাকিস্তানিরা। এরপর নিজেদের মাটিতে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে পাকিস্তান জেতে ২-১ ব্যবধানে।

এরপর আরব আমিরাতে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। পরের সিরিজে নিউজিল্যান্ডকে হারায় ২-১ ব্যবধানে। চলতি বছর ক্যারিবীয়ানদের ৩-০, স্কটল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে দেয় এশিয়ার দেশটি। অস্ট্রেলিয়া-পাকিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও জেতে পাকিস্তান। এরপর অজিদের ভিন্ন সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সরফরাজ বাহিনী। আর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর