Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাহনীকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল


৫ নভেম্বর ২০১৮ ২০:০৭

।।স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: দ্বৈরথটা শুধু কি দুই ক্লাবের মধ্যে সীমাবদ্ধ ছিল? শেখ রাসেলে বর্তমান কোচ সাইফুল বারী টিটু ছিলেন সাবেক আবাহনীর কোচ। সঙ্গে এলিসন উদোকা আবাহনী ছেড়ে শেখ রাসেলে। টান-টান উত্তেজনার এই ম্যাচ জয় নিয়ে মাঠ ছেড়েছে সেই টিটুই।

শুধু হারায় নি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে টিটুর দল। এক ঝাঁক জাতীয় দলের খেলোয়াড় নিয়ে গড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওয়ালটন ফেডারেশন কাপের কোয়াটার ফাইনালে শেখ রাসেল। গ্রুপ রানার্সআপ হিসাবে কোয়াটার ফাইনাল খেলবে ঢাকা আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার (৫ নভেম্বর) আলিসার আজিজবের একমাত্র গোলেই জিতে গেছে শেখ রাসেল।

এর আগে ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধাকে ১-০ ব্যবধান হারিয়েছে ঢাকা আবাহনী। দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধাকে শেখ রাসেল হারায় ২-০ ব্যবধানে। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন এমন সমীকরণের সামনে শেখ রাসেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে দিলো অনায়াসে। পুরো ম্যাচে আধিপত্য রেখে খেলেছে তারা।

প্রথমার্ধেই গোলটি হজম করে আকাশি নীলরা। ম্যাচের বয়স তখন ৩০ মিনিট। টিম প্লের দুর্দান্ত নৈপুণ্যে বল পেয়ে দুর্দান্ত ভলিতে বল বারে লাগান শেখ রাসেলের আক্রমণভাগের ফুটবলার। বার থেকে ফিরে আসা বল থেকেই গোল পান আজিজ। তার একমাত্র গোলে ম্যাচের ফয়সালা হয়।

১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা। অন্যদিকে জাকারিয়া বাবুর শিষ্যরা সান্ত্বনার রানার্স আপ নিয়ে কোয়ার্টারে পা রাখে।

সারাবাংলা/জেএইচ/এসএন

আবাহনী শেখ রাসেল সাইফুল বারী টিটু

বিজ্ঞাপন

সাকিবদের টি-১০ লিগে হচ্ছেটা কী!
২৬ নভেম্বর ২০২৪ ১৩:৩৫

আরো

সম্পর্কিত খবর