Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেরা হতে এমবাপের আরো উন্নতি প্রয়োজন’


৬ নভেম্বর ২০১৮ ১৪:১০

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপেই নিজেকে বেশ ভালোভাবে চিনিয়েছেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপে। দারুণ পারফরম্যান্সে বড় তারকাদের তালিকায় নিজের নামটা লিখিয়ে নিলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ফরোয়ার্ড। তবে বিশ্বসেরা হতে তাকে আরো উন্নতি করতে হবে বলেই মনে করছেন পিএসজি কোচ থমাস তুখেল।

মাত্র ১৯ বছর বয়সেই ফুটবল বিশ্বের কাছে নিজেকে চিনিয়ে নিয়েছেন এমবাপে। রাশিয়া বিশ্বকাপ শিরোপা জয়ের পাশাপাশি এই আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারটাও নিজের করে নিয়েছেন।

গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে তরুণ খেলোয়াড় হিসেবে এতো কম বয়সে ৪০ গোল করার কীর্তিটাও এখন এমবাপের। তবে ফরাসি এই তারকার ফুটবলে পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্পেনের সাবেক কিংবদন্তি জাভি। আর সোমবার (৫ নভেম্বর) এই কথার বিপরীতে কথা বললেন পিএসজি কোচ তুখেল। তিনি বলেন, ‘ওর (এমবাপে) বয়স মাত্র ১৯। এখনো উন্নতি করার সুযোগ আছে। সে অসাধারণ। বিশ্বের অন্যতম সেরাদের একজন সে এবং ভবিষ্যতে সেরা হবে। জাভি তার জায়গা থেকে ঠিকই আছে। ওর (এমবাপে) সবকিছুতেই উন্নতি করতে হবে। ১৯ বছর বয়সে এমন হওয়াটাই স্বাভাবিক।’

চলতি মৌসুমে ফরাসি শীর্ষ লিগে ১১ ম্যাচে ১৩ গোল আছে এমবাপের।

সারাবাংলা/এসএন

কিলিয়ান এমবাপে জাভি থমাস তুখেল

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর