আর্জেন্টিনার বিপক্ষে মেক্সিকোর স্কোয়াডে যারা
৯ নভেম্বর ২০১৮ ১৩:২৮
।। স্পোর্টস ডেস্ক ।।
চলতি মাসেই মেসিবিহীন আর্জেন্টিনার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেক্সিকো। এই দুটি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে মেক্সিকো।
আগামী ১৬ নভেম্বর প্রথম প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে মেক্সিকানরা। এরপর ২০ নভেম্বর আবারো মাঠে নামবে দু’দল। আর্জেন্টাইনদের বিপক্ষে এই দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার মিগুয়েল লাইয়ুন।
তবে দলে জায়গা মেলেনি ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ফরোয়ার্ড হাভিয়ের এর্নান্দেসের ও পোর্তো উইঙ্গার জেসুস কোরোনা। এছাড়াও গোলরক্ষক গিলেরমো ওচোয়া থাকছেন না আর্জেন্টিনার বিপক্ষে এই দুই ম্যাচে।
প্রীতি ম্যাচ মেক্সিকো দল:
গোলরক্ষক: জেসুস কোরোনা, হুগো গনসালেস, গিলেরমো ওচোয়া।
ডিফেন্ডার: এদসন আলভারেস, জেসুস আনগুলো, জেরার্দো আরতেগা, নেস্তোর আরাউজো, দিয়েগো রেয়েস, মিগুয়েল লাইয়ুন।
মিডফিল্ডার: জেসস গায়ার্দো, লুইস রোদ্রিগেস, হাভিয়ের গুয়েমেস, এরিক আগুইরে, ভিক্তর গুসমান, জেসুস দুয়েনাস, ইসাক ব্রিজুয়েলা, এরিক গুতিয়েরেস, হাভিয়ের আকুইনো, রবের্তো আলভারাদো, মার্কো ফাবিয়ান, আরভিং লোসানো।
ফরোয়ার্ড: হেনরি মার্তিন, আলান পুলিদো, আনহেল জালদিভার, রাউল জিমেনেস।
প্রীতি ম্যাচে আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: আগুস্তিন মার্সেসিন (ক্লাব আমেরিকা), সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হেরোনিমো রুলি (রিয়াল সোসিয়েদাদ)।
ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), হুয়ান ফইথ (টটেনহাম), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), রেনসো সারাভিয়া (রেসিং ক্লাব), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), এমানুয়েল মাম্মানা (জেনিত)।
মিডফিল্ডার: সান্তিয়াগো আসকাসিবার (স্টুটগার্ট), লেয়ান্দ্রো পারেদেস (জেনিত), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), ফ্রাঙ্কো ভাসকেস (সেভিয়া), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), রদ্রিগো বাত্তাগলিয়া (স্পোটিং লিসবন), মার্কোস আকুনা (স্পোটিং লিসবন), মাক্সি মেসা (ইন্দেপেনদিয়েন্তে), মাতিয়াস জারাকো (রেসিং), এরিক লামেলা (টটেনহাম হটস্পার)।
ফরোয়ার্ড: রদ্রিগো দে পল (উদিনেস), ফ্রাঙ্কো সেরভি (বেনফিকা), এদুয়ার্দো সালভিও (বেনফিকা), পাওলো দিবালা (জুভেন্টাস), মাউরো ইকার্দি (ইন্টার মিলান), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোররেয়া (আথলেটিকো মাদ্রিদ), জিওভান্নি সিমেওনে (ফিওরেন্তিনা)।
সারাবাংলা/এসএন