Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রহস্য যখন মিরপুরের উইকেট


১০ নভেম্বর ২০১৮ ১৭:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল করেসপন্ডেন্ট।।

মান বাঁচাতে হলে ঘুরে দাঁড়াতেই হবে বাংলাদেশের, মিরপুর টেস্টে সেজন্য জয়ের বিকল্প নেই। কিন্তু কেমন উইকেট হবে মিরপুরে? অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের সঙ্গে স্পিন ঘূর্ণি ছিল, সেরকম কিছুই কি অপেক্ষা করছে জিম্বাবুয়ের জন্য? উইকেট নিয়ে দুই অধিনায়কই খানিকটা ধোঁয়াশায়। দু’জনেই বললেন, মিরপুরের উইকেট নিয়ে আগে থেকে কিছু বলা কঠিন।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে মিরপুরের দুই টেস্টেই জয় পেয়েছিল বাংলাদেশ। গত বছর অস্ট্রেলিয়ার সঙ্গে খেলাটা তাও চার দিনে গড়িয়েছিল, কিন্তু ইংল্যান্ডের সঙ্গে সেটাও হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে সেরকম উইকেট থাকবে কি না, সেটা আগে থেকে বলতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। উইকেটের সঙ্গে মানিয়ে চলার কথাই বললেন আগে, ‘আমার সাথে সবাই একমত হবেন, মিরপুরের উইকেট সবসময়ই একটু আনপ্রেডিক্টেবল থাকে। আপনি যেটা প্রত্যাশা করবেন, সেটা না হলে আপনাকে মানিয়ে নিতে হবে। আমরা এই ম্যাচে যাচ্ছি মাথা শুন্য করে। পিচ কন্ডিশন যেমন হবে সেই অনুযায়ী খেলার চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ স্বীকার করলেন, মিরপুরে রান করা সহজ হবে না, ‘এটা সবসময়ই কঠিন, উইকেট একটু স্লো। আর স্লো উইকেট হলে রান করা একটু কঠিন হয়। কষ্ট করে রান করতে হবে। এখানকার উইকেট এমন না যে বল ব্যাটে আসবে আর আপনি শট খেলতে পারবেন। খুব বুঝে শুনে খেলতে হবে। একেক বোলারের জন্য একেক শট খেলতে হবে, আপনার স্ট্রেন্থ অনুযায়ী। এখন অপেক্ষা আমরা নিজেরা কিভাবে নিজেদের অ্যাপ্লাই করি।’

জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাও উইকেট নিয়ে কিছুটা ধাঁধায় আছেন, ‘মিরপুরের উইকেট সবসময়ই কিছুটা অদ্ভুত। এখানে কী হবে, আপনি ঠিকঠাক বলতে পারবেন না কখনোই। আমার মনে হয় গ্রাউন্ডসম্যানরাও অনেক সময় ঠিকঠাক বলতে পারেন না। প্রথম দেখায় আমার বেশ শুষ্ক মনে হচ্ছে, যে ওয়ানডে উইকেটে আমরা খেলেছি সেটার মতোই লাগছে। আমার মনে হয় একই ধরনের উইকেটে খেলা হবে।’

সারাবাংলা/এএম/এসএন

টেস্ট মাহমুদউল্লাহ রিয়াদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর