Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব না থাকায় বাড়তি দায়িত্ব উপভোগ করছেন তাইজুল


১৩ নভেম্বর ২০১৮ ১৯:১৯

স্পেশাল করেসপন্ডেন্ট।।

কথা তিনি খুব বেশি বলেন না। স্বল্পভাষী তাইজুল ইসলাম নিভৃতে নিজের কাজটা করে যেতেই পছন্দ করেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) এমন একটা অর্জনের পরও সংবাদ সম্মেলনে এসে খুব একটা কথা বললেন না। শুধু জানালেন, সাকিব আল হাসান না থাকায় দায়িত্বটা বেশ উপভোগ করছেন তিনি।

এই বছর শ্রীলঙ্কার সঙ্গে টেস্টে সাকিবকে পায়নি বাংলাদেশ। সেবার স্পিনের মূল দায়িত্ব ছিল তাইজুলের ওপর। জিম্বাবুয়ে সিরিজেও সাকিব নেই, তাইজুল আবার এগিয়ে এলেন সামনে থেকে। তার জন্য বড় তৃপ্তি হতে পারে, তার অভিষেকের পর থেকে এই সময়ে সাকিবের চেয়ে তার উইকেটই বেশি।

তবে এই টেস্টে যা করেছেন, সেটা অনেক বড় অর্জনই। সিলেটে দুই ইনিংসে পেয়েছেন ১১ উইকেট, বাংলাদেশের হয়ে টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি খুব বেশি বোলারের নেই। তবে দল হেরে যাওয়ায় তাইজুলের ওই অর্জন আড়ালে চলে গেছে। মিরপুরে এখন পর্যন্ত সেই সম্ভাবনা কম। ব্যাটসম্যানদের এনে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে তাইজুল নিয়েছেন ৫ উইকেট। সাকিব না থাকায় কাজটা যে উপভোগ করছেন, সেটাই বলেছেন সংবাদ সম্মেলনে, ‘বাড়তি তৃপ্তি না, আমি অনেক বেশি বোলিং করার সুযোগ পাচ্ছি। সাকিব ভাই থাকলে হয়তো আমার ওপর এত দায়িত্ব পড়ত না। আমি উপভোগ করছি।’

কিন্তু এমন অর্জনে কতটা উচ্ছ্বসিত? তাইজুল শুধু বললেন, ‘ভাল পারফরম্যান্স করলে প্রতিটা ক্রিকেটারের ভাল লাগে। তবে দলটা আগে। দলটা এখন ভাল অবস্থানে আছে।’

ব্রেন্ডন টেলরের যে ক্যাচটা ধরেছিলেন, সেটাও তাকে বাড়তি তৃপ্তি দেবে। ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন, বাংলাদেশের জন্য এনে দিয়েছেন মহামূল্যবান একটা উইকেট। সেই ক্যাচ নিয়েও তাইজুলের বাড়তি উচ্ছ্বাস নেই, ‘এই ক্যাচ গুলো হয় নি, আপনাকে হয় ধরতে হবে না হয় মিস হবে। আমি ক্যাচ ধরার মন মানসিকতা নিয়েই ডাইভ দিয়েছি।’

বিজ্ঞাপন

দিন শেষে তাইজুলের আশা, বাংলাদেশ দল এই টেস্টে জয়ের অবস্থানে আছে, ‘আমরা প্রত্যাশা অনুযায়ী পাচ্ছি, তারপরও ওরা পার্টনারশিপ করছে। আমরা অতটা আপসেট হইনি। তবে চতুর্থ ও পঞ্চম দিন তো আছেই। উইকেট যত সময় যাবে তত খারাপ হবে। আমি আশাবাদী।’

সারাবাংলায় পড়ুন: সাকিবের পর অনন্য কীর্তিতে তাইজুল

সারাবাংলা/এএম/এসএন

টেস্ট তাইজুল ইসলাম বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর