Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এএফসি এশিয়া কাপেও থাকছে ভিএআর


১৬ নভেম্বর ২০১৮ ১৬:২৬

।। স্পোর্টস ডেস্ক ।।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রাশিয়া বিশ্বকাপে। এবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি এশিয়া কাপেও ব্যবহার করা হবে ভিএআর প্রযুক্তি।

আগামী ৫ জানুয়ারিতে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর, ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল। সবমিলিয়ে ২৪টি দেশঅংশ নেবে এই টুর্নামেন্টে।

তবে এশিয়া কাপের এই আসরের শুরু থেকেই ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে না। কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে চার ভেন্যুতে মোট সাতটি ম্যাচে ব্যবহার করা হবে ফুটবলের এই প্রযুক্তি। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এএফসি রেফারি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।

এএফসির এক বিবৃতিতে জানানো হয়, ‘বিশ্বের অন্যতম সেরা রেফারিরা এশিয়াতে আছেন এবং তারা ভিএআর প্রযুক্তি ব্যবহারে সহায়তা করবেন। কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ১ ফেব্রুয়ারি আসরের ফাইনালে ভিএআর প্রযুক্তি ব্যবহার হবে।’

সারাবাংলা/এসএন

এএফসি এশিয়া কাপ ভিএআর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর