Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাহোরে এসিসি সভাপতির দায়িত্ব নিলেন নাজমুল হাসান


১৭ নভেম্বর ২০১৮ ১৩:১২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

চতুর্থ বাংলাদেশি হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্ব নিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার (১৭ নভেম্বর) লাহোরে এসিসির এক বৈঠকে বর্তমান সভাপতি পাকিস্তানের এহসান মানির কাছ থেকে দায়িত্ব বুঝে পেয়েছেন নাজমুল হাসান।

এসিসি সভাপতি হিসেবে নাজমুল হাসান দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন। এর আগে ১৯৮৯-৯১ সালে আনিসুল ইসলাম মাহমুদ বাংলাদেশের হয়ে প্রথম সেই দায়িত্ব পেয়েছিলেন। ২০০২-০৪ থেকে পর্যন্ত তৎকালীন বিসিবি সভাপতি আলী আসগর লবি এবং ২০১০-১২ পর্যন্ত আ হ ম মোস্তফা কামালও এসিসির সভাপতি ছিলেন।

আজ লাহোরের অধিবেশনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আওতাভুক্ত ৩৩টি দেশের প্রতিনিধিরা যোগ দেন। তবে সেখানে ছিলেন না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কোনো প্রতিনিধি।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর