Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিবালা-ইকার্দির অভিষেক গোল


২১ নভেম্বর ২০১৮ ১২:৪৮

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর থেকেই আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি অনুপস্থিত। দলে ছিলেন না ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইনরা। তারপরও জিততে সমস্যা হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাদের ছাড়া স্বাগতিক হিসেবে খেলতে নেমে মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

বিশ্বকাপের পর দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধীনে ছয় ম্যাচে এটি আর্জেন্টিনার চতুর্থ জয়। আগের প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা জিতেছিল ২-০ ব্যবধানেই।

করদোবায় অনুষ্ঠিত আগের ম্যাচে দলের হয়ে একটি গোল করেন রামিরো ফুনেস মোরি। বাকি গোলটি আত্মঘাতী। অথচ, সুযোগ পেলেও বার বার স্কোর করতে ব্যর্থ হচ্ছিলেন জুভেন্টাসের সেরা তারকা পাওলো দিবালা, মিলানের সেরা তারকা মাউরো ইকার্দি। মেনজোদায় এবার দ্বিতীয় প্রীতি ম্যাচে দুজনই গোল পেয়েছেন, দুজনই একই ম্যাচে অভিষেক গোলের দেখা পেয়েছেন। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন ইকার্দি। আর ৮৭ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন দিবালা।

২০১৫ সালে জাতীয় দলে অভিষেক হলেও এই ম্যাচের আগে ১৭ ম্যাচ খেলেও জালের দেখা পাননি মেসির পজিশনে খেলা দিবালা। ওদিকে, নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন ২০১৫ সালে জাতীয় দলে অভিষেক হওয়া মাউরো ইকার্দি। জাতীয় দলে এর আগে ৮ ম্যাচ খেলা ইকার্দির নামের পাশেও কোনো গোল ছিল না। ব্রাজিলে আগামী বছর বসতে যাওয়া কোপা আমেরিকার টুর্নামেন্টের আগে মেসি-আগুয়েরোর অভাব দিবালা-ইকার্দিরা তেমন একটা পূরণ করতে পারছেন না বলে সমালোচিত হচ্ছিলেন। এক ম্যাচে দুই তারকা নিজেদের অভিষেক গোল করে সমালোচনায় আপাতত পানি ঢেলে দিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর