Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টটেনহ্যামের কাছে চেলসির হার, জিতেছে লিভারপুল


২৫ নভেম্বর ২০১৮ ১০:২৮

স্পোর্টস ডেস্ক ।।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এর আগে হার দেখেনি ইংলিশ ক্লাব চেলসি। তবে শনিবার (১৪ নভেম্বর) টটেনহ্যামের ঘরের মাঠে মৌসুমের প্রথম হারের স্বাদ পেল তারা। ওয়েম্বলি স্টেডিয়ামে এই ম্যাচে ৩-১ গোলে হেরেছে মাউরিজিও সারির দল।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণ চালায় টটেনহ্যাম। ম্যাচের ৮ মিনিটেই দলকে এগিয়ে নেন ইংলিশ মিডফিল্ডার ডেলে আলী (১-০)। ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি কিক থেকে হেডে চেলসির জালে বল জড়ান এই মিডফিল্ডার।

এরপর ম্যাচের ১৬ মিনিটে গোল করে ব্যবধান আরো বাড়ান ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন (২)। গোল সহায়তা করেন সেই এরিকসেনই। তার পাস থেকে বল পেয়ে ডান পায়ের দুর্দান্ত শটে মৌসুমের ১১তম গোল করেন কেইন। বিরতির আগে আর গোল না হওয়ায় ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় টটেনহ্যাম।

বিরতির পর মাঠে নেমে ব্যবধান আরো বাড়ায় চেলসি। ম্যাচের ৫৪ মিনিটে ডেলে আলির বাড়ানো বল থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে চেলসির জাল খুঁজে নেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড হিয়ুং-মিন।

এরপর ম্যাচে ফেরার লড়াই চালায় চেলসি। তবে সেই সুযোগ আসে ম্যাচের ৮৫ মিনিটে। ডেফান্ডার আজপিলিকুয়েতার বাড়ানো বল থেকে হেডে গোল করে ব্যবধান কমান অলিভার জিরু। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

এ নিয়ে ১৩ ম্যাচ ১০টি জয় ও ৩টি হারে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে টটেনহ্যাম। সমান ম্যাচে ৮ জয় ৪ ড্র ও একমাত্র হারে ২৮ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

দিনের অন্য ম্যাচে ওয়ার্টফোর্ডের মাঠে ৩-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে লিভারপুল। ম্যাচে একটি করে গোল করেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ, ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড এবং রবের্তো ফিরমিনো।

বিজ্ঞাপন

এ নিয়ে ১৩ ম্যাচ ১০ জয় ও ৩টি ড্র করে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে লিভারপুল। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে আছে ওয়াটফোর্ড।

সারাবাংলা/এসএন

ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়াটফোর্ড চেলসি টটেনহ্যাম লিভারপুল

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর