Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও মিরাজের ১০ উইকেট


২ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৬

স্পেশাল করেসপন্ডেন্ট ।।

দুই বছর আগে অভিষেক সিরিজেই ফেলে দিয়েছিলেন তোলপাড়। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন দুই ইনিংস মিলে ১২ উইকেট। টেস্টে এখন পর্যন্ত সেটাই সেরা বোলিংয়ের কীর্তি হয়ে আছে বাংলাদেশের জন্য। এর পরেও আর ১০ উইকেট পাওয়া হয়নি মেহেদী হাসান মিরাজের। দুই বছর পর সেই মিরপুরে কীর্তিটা করলেন আবার, টেস্টে দ্বিতীয় বারের মতো পেলেন ১০ উইকেট।

বাংলাদেশের হয়ে টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি এখন পর্যন্ত আছে চার জনের। সবার আগে তা করেছিলেন এনামুল হক জুনিয়র, ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টে নিয়েছিলেন ১২ উইকেট। এরপর ৯ বছর অপেক্ষা করতে হয়েছে আরেকটি ১০ উইকেটের জন্য, ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তা পেয়েছেন সাকিব। আর ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে মিরাজ পান প্রথমবারের মতো।

২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টেস্টে ১০ উইকেট পান সাকিব। বাংলাদেশকে সেবার এনে দিয়েছিলেন দারুণ একটা সিরিজ জয়। আর সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল পেলেন ১১ উইকেট। যদিও ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিলেটের সেই টেস্ট হেরে তাইজুলের অর্জনটা হয়ে গেছে বিস্মৃত। এবার মিরাজ পুনরাবৃত্তি করলেন ওই কীর্তির।

সারাবাংলা/এএম/এসএন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর