Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২৮ বছরে প্রথম


২ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৭

স্পোর্টস ডেস্ক ।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় তুলে সফরকারীদের ধবলধোলাই করলো বাংলাদেশ। মিরপুর টেস্টে ইনিংস ও ১৮৪ রানে হেরেছে উইন্ডিজরা। এই টেস্টে দারুণ এক নজির গড়েছে টাইগাররা।

প্রথম ইনিংসে সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজ মিলে বোল্ড করে সাজঘরে পাঠান উইন্ডিজদের শুরুর পাঁচ ব্যাটসম্যানকে। যাতে বাংলাদেশ লিখে ফেলে অনন্য এক বিশ্ব রেকর্ড! টেস্ট ইতিহাসে এমন ঘটনা এর আগে সর্বশেষ ঘটেছিল ১৮৯০ সালে। সেবার অস্ট্রেলিয়ার শুরুর পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড করে সাজঘরে পাঠায় ইংল্যান্ড বোলাররা। ১২৮ বছর পর প্রথম আবার সেই ঘটনা ঘটল।

টেস্ট ইতিহাসে এর আগে এমনটা হয়েছে মাত্র দু’বার। প্রথমটি ১৮৭৯ সালে। সেটিও ছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচে। তবে সেবার অজি বোলারদের বিপক্ষেই ইংল্যান্ডের শুরুর পাঁচ ব্যাটসম্যান বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

বিশ শতকে এমন ঘটনা না ঘটলেও এবার একুশ শতকে প্রথম ঘটালো বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট জয়ে প্রথমবার প্রতিপক্ষকে ইনিংস ব্যবধানে হারানোর স্বাদ পেয়েছে টাইগাররা।

সারাবাংলা/এসএন

টেস্ট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বোলিং রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর