Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার সমর্থকের ওপর চড়াও হলেন ম্যারাডোনা


৪ ডিসেম্বর ২০১৮ ১২:২৮ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৮ ১২:৫১

স্পোর্টস ডেস্ক ।।

দল হারছে, সেটা দেখছিলেন গ্যালারিতে বসেই। আর তখনই প্রতিপক্ষের এক সমর্থকের রসিকতা। সোমবার (৩ ডিসেম্বর) মেক্সিকোর দ্বিতীয় পর্বের প্লে-অফ ম্যাচে অ্যাথলেটিকো সান লুইসের বিপক্ষে তার দল ডোরাডোসের হারের মুহূর্তে এমন রসিকতা মেনে নিতে না পেরে সমর্থকের ওপর চড়াও হন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা।

এর আগে প্রথম পর্বের প্লে-অফের ফাইনালে ১-০ গোলে জয় পায় ম্যারাডোনার দল। সোমবারের ম্যাচেও প্রথমার্ধের ৩২ মিনিটেই ২-০ গোলে এগিয়ে থাকে তার দল। তবে দ্বিতীয়ার্ধে ডোরাডসের জালে তিনবার বল পাঠিয়ে ২-৪ গোলে এগিয়ে যায় সান লুইস। ম্যাচের শেষ দিকে গ্যালারিতে উদযাপন করতে থাকে সান লুইসের সমর্থকরা।

এর আগে প্রথম পর্বের ফাইনালে রেফারিকে গালি দেয়ার কারণে দ্বিতীয় পর্বের ম্যাচে গ্যালারিতেই থাকতে হয়েছে ম্যারাডোনাকে। দ্বিতীয় পর্বে শেষ মিনিটে দলের হার দেখছিলেন সেখানে বসেই। এরই মধ্যে সান লুইসের এক সমর্থক ম্যারাডোনার শরীরের ওজন নিয়ে রসিকতা করতে থাকেন। যা শুনে ক্ষিপ্ত হয়ে তাকে মারতে যান ম্যারাডোনা। এরপর চিৎকার করে বলতে থাকেন, ‘আমার সামনে আসো। আমার সামনে এসে কথা বলো। আমি বলছি, আমার সামনে এসে কথা বলো।’

এরপর সাংবাদিকরা প্রশ্ন করলে আরো ক্ষেপে যান ম্যারাডোনা। সাংবাদিকদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। তবে এ নিয়ে বিতর্ক শুরু হওয়ায় কিছুটা হলেও সমস্যায় পড়তে হতে পারে এই আর্জেন্টাইনকে।

 

সারাবাংলা/এসএন

আর্জেন্টিনা কোচ দিয়াগো ম্যারাডোনা

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর