Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফের সাফল্য উয়েফায় চায় বাংলাদেশ


৫ ডিসেম্বর ২০১৮ ১৯:২৩

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

প্রথমবারের মতো উয়েফার কোনো টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশের কোনো দল। বয়সভিত্তিক হলেও সাফ জয়ী বাংলাদেশের কিশোরদের চোখ থাইল্যান্ডে হতে যাওয়া টুর্নামেন্টে। কোচ ও খেলোয়াড়দের ইচ্ছা সাফের যে পারফরমেন্স সেটি নিয়ে যাওয়া উয়েফার টুর্নামেন্টে। সঙ্গে অভিজ্ঞতা সঞ্চয় করা।

উয়েফার আর্থিক সহযোগিতায় আগামী ১০ ডিসেম্বর থেকে থাইল্যান্ডে বসতে যাচ্ছে উয়েফা অনূর্ধ্ব-১৫ মিনি ফুটবল টুর্নামেন্ট। এশিয়ার ফুটবলের উন্নয়নে উয়েফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের মধ্যে হওয়া চুক্তির আওতায় এই টুর্নামেন্টটি হতে যাচ্ছে। টুর্নামেন্টের ব্যয়ভার বহন করবে উয়েফা।

সম্মানজনক ফলাফলের লক্ষ্য নিয়ে শুক্রবার দিবাগত রাতে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। দেশ ছাড়ার আগে বুধবার (৫ ডিসেম্বর) বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উয়েফা মিনি ফুটবল টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন দলের কোচ ও অধিনায়ক। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের প্রধান কোচ মোস্তফা আনোয়ার পারভেজ (পারভেজ বাবু) বলেন, ‘এই টুর্নামেন্টে আমরা একটা সম্মানজনক ফল আশা করছি। সে কারণেই সাফ চ্যাম্পিয়নশিপ শেষে খেলোয়াড়রা কেউ বাড়িতে না ফিরে অনুশীলনে মনোযোগী হয়েছে।’

পারভেজ বাবু আরও বলেন, ‘টুর্নামেন্টে মালদ্বীপকে হারানোই আমাদের প্রধান লক্ষ্য। কারণ থাইল্যান্ড ও সাইপ্রাস আমাদের চেয়ে বেশ এগিয়ে রয়েছে।’ তবে তাদের সম্পর্কে কোন ধারণা নেই বাংলাদেশ কোচের। তার মতে দল দুটিকে অপেক্ষাকৃত শক্তিশালী মনে করা হলেও বয়সভিত্তিক দলে শক্তির পার্থক্য খুব একটা থাকে না। তাই তাদের বিপক্ষে জয় না পেলেও অন্তত ড্র করে সম্মানজনক অবস্থান নিয়েই দেশে ফিরতে চায় বাংলাদেশ দল, এমন মন্তব্য করেন কোচ।

বিজ্ঞাপন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক মেহেদী হাসান বলেন, ‘দীর্ঘ ৪ বছর ধরে এই দলটি একত্রে অনুশীলন করছে। সাফ আসরে অংশগ্রহণের আগে আমাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতা ছিল না। তারপরও সেখানে চ্যাম্পিয়ন হয়েছি। এবার আমরা অভিজ্ঞতা নিয়েই থাইল্যান্ড যাচ্ছি। তাই ভালো কিছু করার আশা রয়েছে। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ভালোভাবে সাইপ্রাসের মোকাবেলা করা। পরে অন্য দলগুলো নিয়ে ভাবা যাবে।’

চার জাতির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক থাইল্যান্ড, বাংলাদেশ, সাইপ্রাস ও মালদ্বীপ। ইউরোপের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে সাইপ্রাস। আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ বনাম সাইপ্রাসের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ২ ডিসেম্বর স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে সাফ-অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়ন কিশোররা। ১৪ ডিসেম্বর আসরের শেষ ম্যাচে মালদ্বীপের মোকাবেলা করবে বাংলাদেশ। পয়েন্টের ভিত্তিতে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারিত হবে।

উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলটিই উয়েফা মিনি টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ১৮ সদস্যের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছে সাফ চ্যাম্পিয়নশিপে খেলা ৫ কিশোর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল:
মেহেদী হাসান, মারুফ আহমেদ মুগ্ধ, নাহিদ জামান উচ্ছাশ, রাজা আনসারি, তহিদুল ইসলাম হৃদয়, রোস্তম ইসলাম, রবিউল আলম, নাজমুল আহমেদ শাকিল, আল আমিন, আশিকুর রহমান, হেলাল আহমেদ, কামরান উদ্দিন রাজু, মেহদি হাসান (২), মিতুল মার্মা, মঈনুল ইসলাম মঈন, রাজন হাওলাদার, রাসেল আহমেদ ও ইবনে আহাদ শাকিল।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

পাকিস্তানে শাকিব খানের ছবি
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৮

সালমান খানের আফসোস
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৩

সম্পর্কিত খবর