Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮২ বছরের রেকর্ড ভাঙলেন ইয়াসির শাহ


৬ ডিসেম্বর ২০১৮ ১৫:০০ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৮ ১৫:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক ।।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। তাতেই ৮২ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছেন ৩২ বছর বয়সি এই স্পিনার।

১৯৩৬ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্লারি গ্রিমেট। এই মাইলফলক ছুঁতে ৩৬ টেস্ট খেলেছিলেন সাবেক অজি এই ক্রিকেটার। গ্লিমেটের চেয়ে ৩ ম্যাচ কম (৩৩) খেলেই ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন ইয়াসির শাহ।

কিউইদের বিপক্ষে তৃতীয় টেস্টে মাঠে নামার আগে ১৯৫ উইকেট ছিল ইয়াসির শাহ’র সংগ্রহে। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর বুধবার (৫ ডিসেম্বর) ১টি উইকেট নেন তিনি। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেলরকে আউট করে ৮২ বছরের অক্ষুণ্ণ থাকা রেকর্ড ছাড়িয়ে গেলেন পাকিস্তানি এই স্পিনার।

বিজ্ঞাপন

২০০ উইকেটের মাইলফলক ছুঁতে ভারতের রবিচন্দ্রন অশ্বিন খেলেছেন ৩৭ টেস্ট।

সারাবাংলা/এসএন

ইয়াসির শাহ টেস্ট পাকিস্তান রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর