এমন মধুর সমস্যায় আগে পড়েছিল বাংলাদেশ?
৮ ডিসেম্বর ২০১৮ ১১:২৭
।। স্পোর্টস ডেস্ক ।।
গত এশিয়া কাপেও বাংলাদেশ ভেবে পাচ্ছিল না ওপেন করবে কারা। টাইগারদের অটোমেটিক চয়েজ ওপেনার তামিম ইকবালের ইনজুরিতে আস্থা রাখা যাচ্ছিল না অন্য ওপেনারদের ওপর। কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। ওপেনিং পজিশনের জন্য এবার দাবিদার চার জন। চোট কাটিয়ে ফিরেছেন চলতি বছর ওয়ানডেতে দারুণ ছন্দে থাকা তামিম ইকবাল। দুর্দান্ত ফর্মে আছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস আর লিটস দাস।
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে ওপেনিংয়ে নেমেছিলেন ইমরুল কায়েস-লিটন দাস। তিনে খেলেছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার।
বাংলাদেশ কোচ স্টিভ রোডসও জানিয়েছেন, চার জন থেকে দুই জনকে বেছে নেওয়া ভীষণ কঠিন হবে টিম ম্যানেজমেন্টের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা চার টপঅর্ডার ব্যাটসম্যান- তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও লিটন দাস; চারজনই যে রয়েছেন দুর্দান্ত ফর্মে। তাই টপঅর্ডারের ব্যাটিং সাজানো নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ইমরুল ৩৪৯ রান করেছিলেন। তিন ম্যাচের সেই সিরিজে দুটি সেঞ্চুরির সঙ্গে ইমরুল খেলেছিলেন ৯০ রানের আরও একটি ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজে রেকর্ড ৩৪৯ রান (১৪৪*+৯০+১১৫) করেন ইমরুল। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে নেমে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ৮৩ রানের ঝকঝকে একটা ইনিংস। তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেয়ে তিনে নেমে সৌম্য করেছিলেন সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেমেও অপরাজিত এক ঝোড়ো সেঞ্চুরি করেছেন। তার আগেই দীর্ঘদিন পর ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে ঝোড়ো সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাত্র ৭৩ বলে খেলেছেন ১০৭ রানের ঝড়ো ইনিংস।
চলুন দেখে নেওয়া যাক চার টপঅর্ডারের স্কোরগুলো:
তামিম ইকবাল: ১৮৩ ওয়ানডেতে ৩৬.২৪ গড়ে ১১টি সেঞ্চুরি আর ৪২টি ফিফটিতে তামিমের মোট রান ৬৩০৭। ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ ১৫৪। সবশেষ ১০টি ওয়ানডে ম্যাচে তামিমের স্কোর ২৩, ৮৪*, ৮৪, ৭৬, ৫, ৩, ১৩০*, ৫৪, ১০৩ এবং ২*।
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি আর প্রস্তুতি ম্যাচ সবমিলিয়ে তামিমের খেলা সবশেষ ইনিংসগুলো হলো ১০৭, ২*, ২১, ৭৪, ০, ১০৩, ৫৪, ১৩০*, ৪৭, ০, ৪, ১৩।
সৌম্য সরকার: ৩৫ ওয়ানডে খেলা সৌম্য সরকার ৩৬.০৩ গড়ে দুটি সেঞ্চুরি আর ৬টি ফিফটিতে করেছেন ১১১৭ রান। ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ ১২৭*। সবশেষ ১০টি ওয়ানডেতে সৌম্যর স্কোর ৮৭*, ০, ২৮, ৩, ৩, ০, ৮, ০, ৩৩, ১১৭।
টেস্ট, প্রস্তুতি ম্যাচ, প্রথমশ্রেণির ম্যাচ সহ সৌম্যর খেলা সবশেষ ইনিংসগুলো হলো ১০৩*, ১৯, ০, ১১, ৭৮, ২৬, ৮৩, ১১৭, ৬৬, ১০২*, ৭৬, ৭১, ৩৩।
লিটন দাস: ২১ ওয়ানডে ম্যাচে ২১.৬৫ গড়ে একটি সেঞ্চুরি, একটি ফিফটিতে লিটন দাস করেছেন ৪৩৩ রান। ছোটো ক্যারিয়ারে লিটনের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ১২১। সবশেষ তার খেলা ১০টি ওয়ানডের স্কোর হলো ৬, ০, ৬, ৭, ৪১, ৬, ১২১, ৪, ৮৩, ০।
টেস্ট, প্রথমশ্রেণি, ওয়ানডে আর প্রস্তুতি ম্যাচ সবমিলিয়ে লিটনের খেলা সবশেষ ইনিংসগুলো হলো ৫৪, ৩, ০, ৮৪, ১, ৯, ৬, ৯, ২৩, ০, ৮৩, ৪, ১৭, ২০৩।
ইমরুল কায়েস: ৭৬ ওয়ানডেতে ৩২.৮৩ গড়ে চারটি সেঞ্চুরি, ১৬টি ফিফটিতে অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস করেছেন ২৪৩০ রান। যেখানে তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ১৪৪। সবশেষ ইমরুলের খেলা ১০টি ওয়ানডে স্কোর হলো ৬, ৩১, ৬৮, ১, ৭২*, ৯, ২, ১৪৪, ৯০, ১১৫।
টেস্ট, ওয়ানডে, প্রস্তুতি ম্যাচ আর প্রথমশ্রেণির ম্যাচে ইমরুলের খেলা সবশেষ ইনিংসগুলো ছিল ২৭, ৪৪, ২, ০, ৩, ৫, ৪৩, ১১৫, ৯০, ১৪৪, ৬, ২, ৯।
আগামীকাল (রোববার, ৯ ডিসেম্বর) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম মাঠে নামবে বাংলাদেশ-উইন্ডিজ।
** সেঞ্চুরিতে প্রস্তুতি সারলেন তামিম-সৌম্য
** তামিমের কথা থেকেই প্রেরণা নিয়েছেন সৌম্য
সারাবাংলা/এমআরপি