Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই মুহূর্তে সাকিবই ওয়ানডেতে বিশ্বসেরা: যোশি


১০ ডিসেম্বর ২০১৮ ১৯:২৩

স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশ দলের হয়ে কাজ করছেন বেশ কিছুদিন ধরেই। স্পিনারদের খুব কাছ থেকে দেখেছেন সুনীল যোশি। তবে এর মধ্যে সাকিব আল হাসানকে দেখেছেন শুরু থেকেই স্পিন আক্রমণের নেতৃত্ব দিতে। সেই দেখা থেকেই সাকিবকে আজ (১০ ডিসেম্বর) দারুণ একটা সম্মান দিলেন বাংলাদেশের স্পিন কোচ যোশি। বলেছেন, সাকিব এই মুহূর্তে বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটার।

যোশি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন বছরখানেকেরও বেশি সময় হয়ে গেছে। এর মধ্যে সাকিবকে দেখেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতাতে। দেখেছেন চোট থেকে সেরে এসে টেস্টে ফিরে প্রথম বলেই উইকেট নিতে। তবে শুধু ওয়ানডেতেই সাকিবকে অনেক বড় একটা সম্মান দিলেন বাংলাদেশের এই স্পিন বোলিং কোচ, ‘আমার মনে হয় সাকিব শুধু আমাদের জাতীয় সম্পদই নয়, এই মুহূর্তে বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটারও। ওর পরিসংখ্যান একপাশে সরিয়ে রেখে আপনি যদি ও কোন উচ্চতার খেলোয়াড় সেদিকে যদি দেখেন, ও দারুণ রকম প্রতিভাবান ও দক্ষ একজন ক্রিকেটার। অথচ সে কিন্তু খুব বেশি সেশন করে না। সেগুলো খুবই সময় ধরে হয়। সাকিব আমাদের জন্য টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে আসে। দল এখান থেকে অনেক উপকৃত হবে।’

অন্য বোলারদেরও প্রশংসা করেছেন যোশি, ‘তাইজুলের কথা দেখুন। ও কিন্তু টেস্ট খেলছে শুধু, অন্য ফরম্যাটে খেলার সুযোগ হচ্ছে না। অথচ যখনই সে সুযোগ পাচ্ছে, পুরোপুরি ফোকাস ঠিক আছে তার। মিরাজকে দেখুন, গত দুই বছর ধরে সে দারুণ ধারাবাহিক। আর এখন আমরা নাঈমকেও পেয়ে গেছি। সাকিব তো আছেই। এরা সবাই অনুশীলনে দারুণ পরিশ্রম করছে। দেশের মাটিতে আমাদের কোনো চ্যালেঞ্জ নেই। দেশের বাইরে গেলেই শুধু আমাদের চ্যালেঞ্জ নিতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এসএন

বাংলাদেশ সাকিব আল হাসান সুনীল যোশি

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর