Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার ফিফটিতে সুবিধাজনক স্থানে সাউথ জোন


১২ ডিসেম্বর ২০১৮ ১৬:৫০

।। স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক স্থানে সাউথ জোন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে সাউথ জোন তুলেছে ৩০৯ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে সেন্ট্রাল জোন সবকটি উইকেট হারিয়ে তোলে ২৬১ রান। তাতে, হাতে ৫ উইকেট রেখে সাউথ জোন ৪৮ রানে এগিয়ে তৃতীয় দিন শুরু করবে।

আগে ব্যাটিংয়ে নেমে সেন্ট্রাল জোনের ওপেনার সাদমান ইসলাম করেন ৬০ রান। আরেক ওপেনার পিনাক ঘোষ ব্যক্তিগত ৯ রানে ফেরেন। তিন নম্বরে নামা আবদুল মজিদের ব্যাট থেকে কোনো রান আসেনি। মার্শাল আইয়ুব ৪৪, দলপতি শুভাগত হোম ২৭, জাকের আলি ১৯, মোশাররফ রুবেল ২১ রান করেন। ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে টেনে নেন তাইবুর রহমান।

সাউথ জোনের আল আমিন হোসেন, মেহেদি হাসান তিনটি করে উইকেট পান। দুটি উইকেট পান আবদুর রাজ্জাক। নাহিদুল ইসলাম আর কামরুল ইসলাম রাব্বি কোনো উইকেট পাননি।

ব্যাটিংয়ে নেমে সাউথ জোনের ওপেনার শাহরিয়ার নাফিস ব্যক্তিগত ৪ রান করে বিদায় নেন। আরেক ওপেনার এনামুল হক বিজয় ১১৮ বলে ১০টি চারের সাহায্যে করেন ৭৭ রান। তিন নম্বরে নামা ফজলে মাহমুদ ৯৯ বলে করেন ৭৪ রান। মাঝে আল আমিন ১৪ রান করে বিদায় নেন।

বাংলাদেশের প্রথমশ্রেণির ম্যাচে ৩১ সেঞ্চুরির মালিক তুষার ইমরান দিনের শেষ ওভারে বিদায় নেন। তার আগে ৫৯তম ফিফটি তুলে নিয়ে ১৩০ বলে করেন ৭৮ রান। রকিবুল হাসান ৫৪ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন।

সেন্ট্রাল জোনের আরাফাত সানি তিনটি আর ইয়াসিন আরাফাত দুটি উইকেট দখল করেন। উইকেট পাননি রবিউল ইসলাম, শুভাগত হোম, মোশাররফ রুবেল এবং তাইবুর রহমান।

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর