সাউদির পর উইলিয়ামসন-ল্যাথামের ছোবল
১৬ ডিসেম্বর ২০১৮ ১৬:২১
।। স্পোর্টস ডেস্ক ।।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে লঙ্কানরা ২৮২ রান তুলে সবকটি উইকেট হারায়। নিজেদের ইনিংসে দ্বিতীয় দিন শেষে কিউইরা ২ উইকেট হারিয়ে তুলেছে ৩১১ রান। তাতে, ২৯ রানের লিডও নিয়েছে স্বাগতিকরা। ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন দলপতি কেন উইলিয়ামসন। তবে, সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন ওপেনার টম ল্যাথাম।
এর আগে লঙ্কানদের বিপক্ষে একাই ছয় উইকেট তুলে নিয়েছেন কিউই পেসার টিম সাউদি। তবে দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং নিরোশান ডিকওয়েলার ব্যাটে ভর করে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ২৮২ রান।
ওয়েলিংটনে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আগে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। তবে চতুর্থ উইকেটে ওপেনার দিমুথ করুনারত্নে (৭৯) আর অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৮৩) মিলে দলের হাল ধরেন। দু’জন মিলে গড়েন ১৩৩ রানের জুটি। এরপর দলীয় ১৪২ রানে সেই জুটি ভেঙে দেন কিউই পেসার নেইল ওয়েগনার।
এরপর অধিনায়ক দিনেশ চান্দিমাল (৬) আউট হওয়ার পর ম্যাথিউজের সঙ্গে ব্যাটিংয়ে আসেন নিরোশান ডিকওয়েলা। তবে দলীয় ১৮৭ রানে এই জুটি ভেঙে দেন সাউদি। এরপর দিলরুয়ান পেরেরা (১৬), সুরাঙ্গা লাকমল (৩) ও কাশুন রাজিথা (২) আউট হলেও একদিক থেকে হাল ধরেন ডিকওয়েলা। ৮০ রানে অপরাজিত থাকেন তিনি।
নিউজিল্যান্ডের টিম সাউদি সর্বোচ্চ ৬ উইকেট নেন। এছাড়াও নেইল ওয়েগনার ২টি উইকেট এবং ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম ১টি করে উইকেট নেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার জীত রাভাল ব্যক্তিগত ৪৩ রানে বিদায় নেন। আরেক ওপেনার টম ল্যাথাম ১২১ রানে অপরাজিত আছেন। মাঝে কেন উইলিয়ামসন ৯৩ বলে ১০টি চারের সাহায্যে ৯১ রান করে বিদায় নেন। রস টেইলর ৮৬ বলে ৫০ রান করে অপরাজিত আছেন।
সারাবাংলা/এমআরপি