Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে ঘটনা বদলে দিল ম্যাচের গতিপথ


২২ ডিসেম্বর ২০১৮ ২৩:০১

স্পেশাল করেসপন্ডেন্ট।।

বছরের শেষটা ভালো হলো না বাংলাদেশের, টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শেষটা মনে করে রাখার মতো পারল না বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৫০ রানের হারটা ঢাকা পড়ে গেছে মাঠের বাইরের বিতর্কিত এক কারণে। ম্যাচ শেষে এ নিয়ে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট ও বাংলাদেশ কোচ স্টিভ রোডস। দুজনেই বলেছেন, ওই ঘটনার পর ম্যাচের দিকও অনেকটা বদলে গেছে।

ঘটনার শুরু ওশান টমাসের চতুর্থ ওভারে। চতুর্থ বলটা নো করেছিলেন টমাস, যদিও রিপ্লেতে দেখা গেছে সেটি নো ছিল না। টমাসের পা লাইনের ভেতরেই ছিল। ব্রাথওয়েট তখনই ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন। এক বল পর আবার নো বলের সংকেত দিলেন আম্পায়ার তানভীর আহমেদ, এবার মারতে গিয়ে ক্যাচ তুলে দিলেন লিটন। রিপ্লেতে দেখা গেল, সেটিও নো ছিল না।

এরপরেই শুরু হলো নাটক। ব্রাথওয়েট দুই আম্পায়ারের কাছে দাবি করলেন রিভিউ নেওয়ার। দুজন জানালেন, নো বলের সিদ্ধান্ত রিভিউ করা যাবে না। ব্রাথওয়েট তখন সতীর্থদের সঙ্গে কথা বললেন। এর মধ্যে সাইডলাইনে চতুর্থ আম্পায়ার ও ম্যাচ রেফারি জেফ ক্রোও চলে এসেছেন। দুজনের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। এর পর মাঠে ফিরে আবার শুরু করলেন খেলা।

সারাবাংলায় পড়ুন: শেষ ম্যাচ হেরে ট্রেবল জিততে পারলো না বাংলাদেশ

কী অদ্ভুত, এরপরেই যেন পথ হারিয়ে ফেলল বাংলাদেশ। ওই আউটের পরের ওভারেই আউট হয়ে গেলেন সৌম্য ও সাকিব। তাও ফাবিয়ান এলেনের বলে একই রকম শট খেলতে গিয়ে দিয়ে এলেন উইকেট। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ রোডস এ নিয়ে বলেছেন, ‘আমার মনে হয় ওই ঘটনা ম্যাচের ছন্দ অনেকটাই বদলে দিয়েছে। অনেকটা সময় খেলা বন্ধ ছিল। এরপর যখন আবার খেলা শুরু হয়েছে খেলোয়াড়েরা নিজেদের মনযোগ ধরে রাখতে পারেনি। আমি জানি না, কেন এভাবে ওরা বড় শট খেলতে গেল। কিন্তু আমার মনে হয় এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে খেলোয়াড়দের। টি-টোয়েন্টিতে এখনও অনেক উন্নতি করার আছে আমাদের।’

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রাথওয়েটও বললেন, ওই ঘটনার সময় তারা নিজেরা একসঙ্গে কথা বলেছেন, সেটা তাদের সাহায্য করেছে, ‘আমার মনে হয় ফিফটি ফিফটি সিদ্ধান্ত ওদের পক্ষে বেশি যাচ্ছিল। সেজন্য আমি প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর মধ্যে আমরা নিজেরা কথা বলেছি। একে অন্যকে বলেছি, ওই অবথা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব।’
শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ১ উইকেটে ৬৫ রান থেকে ১৪০ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

সারাবাংলা/এএম/এসএন

টি-টোয়েন্টি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর