Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বর্ণবাদ’ বিতর্কের ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার মিলান


২৭ ডিসেম্বর ২০১৮ ০৭:৩৭

।। স্পোর্টস ডেস্ক।।
হাইভোল্টেজ ম্যাচে নাপোলিকে হারিয়েছে ইন্টার মিলান এমন শিরোনামই মানাতো হয়তো। তবে, ম্যাচটা বিতর্ক নিয়ে মাঠ ছেড়েছে বলেই এমন বলা যাচ্ছে না। ম্যাচ শেষে এক দলের বর্ণবাদের অভিযোগ। এক কোচতো বলেই দিয়েছেন- পরে এমন হলে ম্যাচ ছেড়ে মাঠ থেকে বের হয়ে যাবেন। খেলবেন হারুক বা জিতুক।

বর্ণবাদ অভিযোগ এক পাশে রাখলে ড্র-জয়-ড্র তিন ম্যাচে এমন ফল নিয়েই ম্যাচে সিরি আ’র অন্যতম ফ্যাভারিট দল নাপোলির বিপক্ষে খেলতে নেমেছিল ইন্টার মিলান। লিগের পয়েন্ট ব্যবধানেও স্পষ্ট নাপোলি ভালই ভোগাতে চলেছে মিলানবাসীদের।

রোমাঞ্চকর এই ম্যাচ নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে গোল দিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। শেষ হাসি হাসলেও ইন্টার মিলানের উপর ত্যক্তবিরক্ত নাপোলির কোচ কার্লো আনচেলত্তি। কারণ তার এক খেলোয়াড় বর্ণবাদের শিকার হয়েছেন! নাপোলির ডিফেন্ডার কালিদৌ কৌলিবালিকে বানর বলে ডেকেছে ইন্টার সমর্থকরা।

এর মাঝেই দুই মিনিটে দুটি হলুদ পেয়ে লাল কার্ডের কারণে মাঠ ছাড়তে হয়েছে এই ডিফেন্ডারকে। তারপরেই অবশ্য ম্যাচের রঙ বদলেছে খানিক। ৯১ মিনিটে বদলি ফুটবলার লাউটারো মার্টিনেজের গোলেই জয় নিশ্চিত করেছে ইন্টার মিলান। তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বর স্থানটা নিশ্চিত করেছে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা।

হারের থেকেও যেন বর্ণবাদ ইস্যুটাই সাবেক এই চেলসি বসের কাছে বেশি পীড়াদায়ক বোঝালেন কথা দিয়ে, ‘পরবর্তী সময়ে এমন হলে আমরা ম্যাচ খেলা ছেড়ে দিবো। আমরা যদি ম্যাচটা হারি তারপরেও।’

‘আজকে যা হয়েছে তা মোটেও ভালো হয়নি আমাদের জন্য। এবং কি ইতালিয়ান ফুটবলের জন্য সুখকর হয়নি।’ যোগ করেন তিনি।

এতে অবশ্য ইন্টার মিলানের কোনও ফুটবলারের উপর অভিযোগ আসেনি। তারপরেও খেলায় এ ধরনের অভিযোগ মোটেও ক্রীড়া স্পিরিটের সঙ্গে বেমানান নিঃসন্দেহে বলে দেয়া যেতে পারে।

সারাবাংলা/জেএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর