অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
৩০ ডিসেম্বর ২০১৮ ১০:২৯
।। স্পোর্টস ডেস্ক ।।
মেলবোর্নে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে ৮ উইকেটে ২৫৮ রান করে আগের দিন শেষ করলেও, রোববার (৩০ ডিসেম্বর) শেষ দিনে মাত্র ৩ রান তুলতেই বাকি দুটি উইকেট হারায় অজিরা। তাতেই ১৩৭ রানের বড় জয় তুলে সিরিজে ২-১ এ এগিয়ে গেছে সফরকারীরা।
১৪১ রানে পিছিয়ে থেকে শেষ দিনের (রোববার) ব্যাটিংয়ে নেমে আগের দিনে ৬১ রানে অপরাজিত থাকা প্যাট কামিন্স মাত্র দুই রান যোগ করেই আউট হন (৬৩), আর নাথান লায়ন এক রান যোগ করেই ব্যক্তিগত ৭ রানে আউট হয়ে ফেরেন। তাতেই থেমে যায় অজিদের ইনিংস।
আগেরদিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। দলীয় ৬৩ রানেই ৩ উইকেট হারায় তারা। এরপর শন মার্শ ও ট্রাভিস হেড দলের হাল ধরলেও ব্যক্তিগত ৪৪ রানে মার্শ ও ৩৪ রানে হেড আউট হন। এরপর মিচেল মার্শ ১০, টিম পেইন ২৬ ও প্যাট কামিন্স ১৮ রানে আউট হয়ে ফেরেন।
ভারতের রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরাহ ৩টি করে উইকেট নেন। এছাড়াও দুটি করে উইকেট নেন মোহাম্মদ সামি আর ইশান্ত শর্মা।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১০৬ রানের ইনিংস খেলেন চেতেশ্বর পূজারা। এছাড়াও বিরাট কোহলি ৮২, মায়াঙ্ক আগারওয়াল ৭৬ ও রোহিত শর্মা ৬৩ রান করেন।
অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়াও মিচেল স্টার্ক ২টি উইকেট নেন। আর জশ হ্যাজলউড ও নাথান লায়ন ১টি করে উইকেট নেন।
এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহ’র বোলিং তোপে ১৫১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে বুমরাহ সর্বোচ্চ ৬টি উইকেট নেন। দুটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আর ১টি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামি।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ভারত। তাতেই দলীয় ১০৬ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে ভারত।
ম্যাচসেরা নির্বাচিত হন জাসপ্রিত বুমরাহ।
সারাবাংলা/এসএন