‘প্রশ্নবিদ্ধ’ জয়ে বাঁচল রহমতগঞ্জ, সর্বনাশ ফরাশগঞ্জের
১৩ জানুয়ারি ২০১৮ ১৯:৫১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ১৯:৫৬
স্টাফ করেসপন্ডেন্ট
শেখ জামালের বিপক্ষে ফরাশগঞ্জের ‘নাটক’ শেষে আরেকটি প্রত্যাশিত ‘নাটকের’ মঞ্চায়ন ঘটে গেল মাঠে। অবনমন এড়ানোর চিন্তা মাথায় নেয়া পয়েন্ট টেবিলের তলানির দল রহমতগঞ্জ এবার হারিয়ে দিলো এএফসি কাপে অংশ নিতে যাওয়া সাইফ স্পোর্টিং ক্লাবকে।
এ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শঙ্কামুক্ত রহমতগঞ্জ। অন্যদিকে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে থেকে অবনমন হয়ে ছিটকে গিয়েছে আগের ম্যাচে প্রশ্নবিদ্ধ জয় পাওয়া ফরাশগঞ্জ।
দিনের প্রথম ম্যাচে কামাল বাবুর শিষ্যরা জিতেছেন বিস্ময়ের জন্ম দিয়ে। রেফারির বাঁশি ফুঁকোর একটু পর থেকেই সাইফের ঘাড়ে থাবা রেখেই জয় তুলে নিয়েছে পুরান ঢাকার ক্লাবটি। দুই মিনিটের মাথায় প্রথম গোল পেয়ে এগিয়ে যায় কামাল আহমেদ বাবুর শিষ্যরা।
প্রতিপক্ষের রক্ষণভাগে এক ফুটবলারের শট ফিস্ট করার পর ডি বক্সের ভেতরে পেয়ে যান নাইমুর রহমান শাহেদ। সেই বল ভলিতে জালে জড়িয়েছেন তিনি। চেয়ে চেয়ে দেখলেন গোলরক্ষক পাপ্পু হোসেন।
প্রথমার্ধেই আরেকটি গোল পেয়ে যায় পুরান ঢাকার ক্লাবটি। ডি বক্সে বাঁ প্রান্ত থেকে সাদমান হোসেনের থ্রো রক্ষণভাগের খেলোয়াড়ের হেডে ফিরতি বলে ভলিতে গোল করেছেন মোহাম্মদ সোহেল।
প্রথম লেগে ১-০ গোলের ব্যবধানে রহমতগঞ্জকে হারিয়ে দেয়া সাইফকে আজ খুঁজে পাওয়া যায়নি একচুলও। বিদেশি খেলোয়াড়দের বসিয়ে দেশি খেলোয়াড়দের দিয়ে ম্যাচ খেলিয়েছে হ্যাভিয়েট সাইফরা। জিতলে তৃতীয়স্থান থেকে লিগ শেষ করার সুযোগ ছিল সাইফের সামনে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও ছন্নছাড়া ফুটবল উপহার দিয়েছে তারা।
জুয়েল রানা কেন্দ্রীক খেলেছে দলটি। ম্যাচের প্রায় সময় জুয়েলকে মিসের পর মিস করতে দেখা গেছে। কখনও গোলবারের উপর দিয়ে মারছেন আবার কখনও বারের সামনে থেকে বল বারের বেশ দূর দিয়ে মেরেছেন। দলটি মধ্যে সমন্বয়ের অভাব দেখা গেছে।
সারাবাংলা/জেএইচ/এমআরপি