খুলনার হারে কাঠগড়ায় ফিল্ডিং
৭ জানুয়ারি ২০১৯ ০০:৩৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে হারের কারণ হিসেবে দলের ফিল্ডিংকে কাঠগড়ায় দাঁড় করালেন টাইটান্স দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। ফিল্ডাররা আরও টাইট ফিল্ডিং করলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো বলে মত তার। রোববার (৬ জানুয়ারি) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি একথা জানান।
মাহমুদউল্লাহ বলেন, ‘আমি একটি জিনিস নিয়েই হতাশ, সেটা হলো আমাদের ফিল্ডিং। কারণ ফিল্ডিংয়ে আমরা যেটা ২ হয় সেটা ৪ দিয়ে দিয়েছি। তো ওই জায়গাগুলোতে আমরা বেশ রান দিয়ে দিয়েছি। ওই জিনিসিটা উন্নতি করলে দলের ভারসাম্যটা ভাল হবে।’
এদিন মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাটে নামা খুলনা শুরুটা করেছিল বেশ ভালোভাবেই। দুই ওপেনার পল স্টার্লিং ও জুনায়েদ সিদ্দিকীর ৯০ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রনটাও নিয়েছিল। কিন্তু আতকাই ছন্দ পতন। বেনি হাওয়েল ও শফিউল ইসলাম আঘাতে ৮ রানের মধ্যে ২ উইকেট হারালে ছন্দ পতন হয়। এরপর আর ছন্দে ফেরা হয়নি দলটির। যদিও মাশরাফিদের জয়টি তুলে নিতে খেলতে হয়েছে ম্যাচের শেষ বলটি পর্য়ন্ত।
তবে যতক্ষণ মাহমুদউল্লাহ উইকেটে ছিলেন আশাহত হননি। আরিফুল হককে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত খেলে দলকে জয়ের বন্দরে ভেড়াতে চেয়েছিলেন। এ প্রসঙ্গে মাহমুদুল্লাহ বলেন, ‘আমার লক্ষ্য ছিলো যেন শেষ ওভার পর্যন্ত যেতে পারি। কারণ আমার বিশ্বাস ছিল হয়তো বা যদি শেষ দুই ওভারে ২০ রানও দরকার হয় সেই আত্মবিশ্বাসটা ছিল।’
তিনি আর জানান, ‘আমি যখন ব্যাটিং করছিলাম তার আগের ওভারটিতে শফিউল ওয়াইড ইয়র্কার করল। চিন্তা করছিলাম যদি একটা মিস করে আর যদি আমি ওইটা কানেক্ট করতে পারি হয়তোবা তাদের বোলারদের আত্মবিশ্বাস কমে যাবে। কিন্তু সেটা হয়নি।’
৬১ রানে পল স্টার্লিং ও ৩৩ রানে জুনাইদ ফিরে যাওয়ার পর ১৭ বলে মাহমুদউল্লাহ ২৪ রান দলের স্কোর কার্ডের সঙ্গে যোগ করে দিয়ে গেছেন। তাতে কিছুটা হলেও এগিয়েছে খুলনার ইনিংস। কিন্তু কাজের কাজ হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে এসেছে ১৬১ রান। ফলে ৮ রানের জয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স্।
সারাবাংলা/এমআরএফ/আরএসও