শ্রীলঙ্কাকে ধবলধোলাই করলো নিউজিল্যান্ড
৮ জানুয়ারি ২০১৯ ১৩:৩৪
।। স্পোর্টস ডেস্ক ।।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিক নিউজিল্যান্ড। মঙ্গলবার (৮ জানুয়ারি) সিরিজের শেষ ম্যাচে ১১৫ রানের বড় জয় তুলে সফরকারীদের ধবলধোলাই করলো কিউইরা।
আগে ব্যাট করতে নেমে রস টেইলর ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ৩৬৪ রান তোলে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ৪১.৪ ওভারে ২৪৯ রানেই থামে লঙ্কান ইনিংস।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার নিরোশান ডিকভেলা ৪৬ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৩৬ রান করেন। কুশল পেরেরা ৪৩, দানুশকা গুনাথিলাকা ৩১ রান করেন। আর থিসারা পেরেন করেন ইনিংস সর্বোচ্চ ৮০ রান। তবে আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফার্গুসন। এছাড়াও ইশ সোধি ৩টি উইকেট নেন। আর টিম সাউদি ও নিশাম একটি করে উইকেট তোলেন।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানেই দুই উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার মার্টিন গাপটিল ২ ও কলিন মুনরো ২১ রান করে আউট হন। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসন ৫৫ রান যোগ করে আউট হয়ে ফিরলেও, ঝড়ো ইনিংস খেলেন রস টেলর ও হেনরি নিকোলস। ১৩১ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১৩৭ রান করে টেলর আউট হলেও, ৮০ বলে ১২ চার ও তিন ছক্কায় ১২৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হেনরি নিকোলস। তার সঙ্গে নিশাম অপরাজিত থাকেন ১২ রানে।
লঙ্কানদের হয়ে লাসিথ মালিঙ্গা ৩টি ও সান্দাকান ১টি উইকেট পান।
ম্যাচ সেরা নির্বাচিত হন রস টেইলর।
সারাবাংলা/এসএন