চোটে বেনজেমা, নতুন চিন্তা সোলারির
১৫ জানুয়ারি ২০১৯ ১১:৪১
।। স্পোর্টস ডেস্ক ।।
লা লিগার ম্যাচে রোববার (১৩ জানুয়ারি) রাতে রিয়ালের বেটিসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই ম্যাচে আঙুলের চোটে পড়েন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি নিশ্চিত করেছেন, ডান হাতের আঙুল ভেঙে গেছে তার।
একের পর এক চোটের কারণে একাদশ সাজাতে বেশ ভাবতে হচ্ছে রিয়াল কোচকে। আক্রমণভাগে এর আগে থেকেই চোটে পড়ে দলের বাইরে আছেন গ্যারেথ বেল ও মারিয়ানো দিয়াস।
রোববারের ম্যাচে ২-১ গোলে জয়ের দিনে রিয়ালের হয়ে গোল করেন লুকা মদ্রিচ ও স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবায়োস। সেই ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে পড়ে গিয়ে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বেনজেমাকে।
ফরাসি এই ফরোয়ার্ডের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন কোচ সোলারি। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে ঠিক কতোদিন লাগবে সেটা নিশ্চিত করেননি রিয়াল কোচ।
বুধবার (১৬ জানুয়ারি) কোপা দেল রের লেগানেসের বিপক্ষে দ্বিতীয় লেগে স্বাগতিকদের বিপক্ষে লড়বে রিয়াল। প্রথম লেগে ৩-০ গোলে জয় তোলে সোলারির ছাত্ররা।
সারাবাংলা/এসএন