Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে ওয়ানডেতে স্যান্টনার, গ্র্যান্ডহোম, ল্যাথাম


১৭ জানুয়ারি ২০১৯ ১৬:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

হাটুর ইনজুরিতে পড়ে প্রায় দশ মাস নিউজল্যান্ড দলের বাইরে ছিলেন মিচেল স্যান্টনার। এবছরের মার্চে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আর এই সিরিজ দিয়েই ওয়ানডেতে ফিরছেন কিউই এই বোলিং অলরাউন্ডার।

ভারতের বিপক্ষে আসন্ন এই সিরিজের প্রথম তিন ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড। যেখানে স্যান্টনার ছাড়াও দলে জায়গা পেয়েছেন টম ল্যাথাম ও কলিন ডি গ্র্যান্ডাহোম। এর আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন ল্যাথাম ও গ্র্যান্ডহোম।

তবে দলে জায়গা হয়নি ইনজুরি কাটিয়ে ওঠা জেমি নিসাম ও টড অ্যাসলির।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ড দল:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, হেনরি নিকোলাস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেলর।

সারাবাংলা/এসএন

ওয়ানডে নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর