Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট সিক্সার্স উড়িয়ে আনছে জেসন রয়কে


১৭ জানুয়ারি ২০১৯ ১৭:৩৭

।। স্পোর্টস ডেস্ক ।।

অস্ট্রেলিয়া জাতীয় দলের সতীর্থ স্টিভ স্মিথের মতো বিপিএলের মাঝপথে দেশে ফিরতে হতে পারে ডেভিড ওয়ার্নারকেও। এখনও কিছু নিশ্চিত করেননি ওয়ার্নার কিংবা সিলেট সিক্সার্স টিম ম্যানেজম্যান্ট। তবে ঘাটতি পুষিয়ে নিতে ইংল্যান্ড থেকে জেসন রয়কে উড়িয়ে আনছে দলটি। এমন সংবাদই প্রকাশ করেছে ইংলিশ কাউন্টি ক্লাব সারের অফিশিয়াল ওয়েবসাইট।

তারা জানায়, বৃহস্পতিবার রাতেই ঢাকার বিমান ধরছেন জেসন। আপাতত গ্রুপ পর্বের ম্যাচ পর্যন্ত খেলার চুক্তি হয়েছে তার সঙ্গে।

বিপিএলে এর আগেও খেলেছেন জেসন রয়। এর আগে চিটাগং ফ্র্যাঞ্চাইজির হয়ে দুবার খেলেছেন তিনি। এবার সাত ম্যাচের জন্য খেলতে আসছেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার। তবে সিলেট সিক্সার্স এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালে উঠলে, তার ভিত্তিতে চুক্তি নবায়ন করতে পারে।

জেসন সবশেষ দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ক্রিকেট লিগ এবং আরব আমিরাতের টি-টেন লিগে খেলেছেন। জাতীয় দলের জার্সিতে ছিলেন সর্বশেষ শ্রীলঙ্কা সফরে। আগামী ফেব্রুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে অংশ নেয়ার কথা রয়েছে তার।

সারাবাংলা/এমআরপি

জেসন রয় বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর