Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার বিপক্ষে মানসিকভাবে এগিয়ে রংপুর


৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

লিগ পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুই দেখাতেই জয় পেয়েছে রংপুর। যে সে জয় নয়। যদি বলা হয় কুমিল্লাকে উড়িয়ে দিয়েছে এতটুকুও ভুল হবে না। কেন জানেন? দুটি ম্যাচই মাশরাফিরা জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। আশ্চর্যের ব্যাপার হলো দুই ম্যাচেই ইমরুল-তামিমদের দলীয় ১শ রানের কোঠাও স্পর্শ করতে দেননি মাশরাফি, গেইল, ভিলিয়ার্সরা।

গেল ৮ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলায় প্রথম দেখায় কুমিল্লাকে গুঁড়িয়ে দিয়েছিলো ৬৩ রানে। ২ ফেব্রুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় দেখায় তামিমরা সাকুল্যে ৭২ রান সংগ্রহ করতে পেরেছে। যা প্লে অফ ম্যাচে দলটিকে মানসিকভাবে কুমিল্লার চেয়ে বেশ এগিয়ে রাখবে বলে মনে করেন রাইডার্স অলরাউন্ডার বরি বোপারা। রোববার (৩ ফেব্রুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে তিনি একথা বলেন।

বোপারা বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি এটা পার্থক্য তৈরি করে। মনস্তাত্বিক দিক থেকে রংপুর সুবিধাজনক অবস্থানে। তাছাড়া দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও আছেন যারা এমন বিগ ম্যাচ আগেও খেলেছেন।’

কোয়ালিফায়ার নিঃসন্দেহে বড় ম্যাচ, চাপের ম্যাচ। জিতে গেলে সোজা ফাইনালে। আর হেরে গেলে অপেক্ষা বাড়বে। দ্বিতীয় কোয়ালিফায়ারের দিকে তাকিয়ে হবে। তবুও নির্ভার রংপুর শিবির। কোয়ালিফায়ার ম্যাচ হলেও তাকে ঘিরে আলাদা কোনো পরিকল্পনা নেই। বরং আগের পরিকল্পনাতেই অটুট থেকেই লড়বে টম মুডি শিষ্যরা।

‘ভিন্ন কিছুই নেই এখানে। প্রতিটি ম্যাচই বড়। এমনকি লিগ পর্বের ম্যাচগুলোরও একই গুরুত্ব ছিলো। এখানে যেটা গুরুত্বপূর্ন হবে সেটা হলো, সবসময় একই জিনিস করো। তোমার প্রস্তুতির ধারাবাহিকতা ধরে রাখো তবেই তুমি ফল পাবে।’ যোগ করেন বোপারা।

বিজ্ঞাপন

সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল ২০১৯ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর