Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলের ১৪টি ম্যাচ বাংলাদেশে!


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৭

।। মহিবুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে দক্ষিণ আফ্রিকার অনুরূপ পুরো টুর্নামেন্ট নয়। দেশের তিন ভেন্যুতে আইপিএল ২০১৯ মৌসুমের ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত এক সূত্রের মাধ্যমে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি সারাবাংলা জানতে পেরেছে।

সূত্রটির দেয়া তথ্যমতে, চলতি বছরের এপ্রিল-মে’তে অনুষ্ঠেয় ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে সম্ভাব্য সহিংসতার বিষয়টি মাথায় রেখে আইপিএলের ১৪টি ম্যাচ বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দেয় ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি তাতে অসম্মতি জানায়নি। ফলে বিষয়টি নিয়ে ফলপ্রসু আলোচনা করতেই ৬ ফেব্রুয়ারি ৩ দিনের বাংলাদেশ সফরে আসবেন সাবেক বিসিসিআই সভাপতি ও বর্তমান আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিসিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন আইসিসি চেয়ারম্যান।

সূত্রটি আরও জানায়, ভারত থেকে বিশেষ বিমানে (চাটার্ড প্লেন) ঢাকা আসবেন মনোহর। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন বিসিসিআইর উর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ কিউরেটররা। ঢাকা পৌঁছে আইপিএলের তিন ভেন্যু মিরপুর শের-ই-বাংলা, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তারা।

ভারতের বাইরে প্রথমবারের মতো আইপিএল অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে। যা ছিল ক্রিকেট বিশ্বের সবচাইতে জাঁকজমকপূর্ণ ঘরোয়া ক্রিকেটের দ্বিতীয় আসর। আপনাদের মনে আছে নিশ্চয়ই, বিভিন্ন সহিংস ঘটনায় ওই বছর ৫টি ধাপে ভারতের ১৫তম লোকসভা নির্বাচন (১৬ এপ্রিল-১৩মে) অনুষ্ঠিত হয়েছিল। এর মাত্র ১ মাস আগে ৩ মার্চ পাকিস্তানে সফররত শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলা চালানো হয়। ফলে ভারত প্যালামিলিটারি বাহিনী (Indian Paramilitary Forces) আইপিএলের নিরাপত্তা প্রদানে অস্বীকৃতি জানালে বিষয়টি আমলে নিয়ে ভারত ক্রিকেট বোর্ড দেশের বাইরে আইপিএল আয়োজন করে।

বিজ্ঞাপন

দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছিল ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে। এবারও সেই নির্বাচনী (১৬তম লোকসভা নির্ভাচন) সহিংসতার শঙ্কা। সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশিল কুমার সিংধ তার প্রদেশে (মুম্বাই) নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানালে আইপিএল ৭ম আসরের উদ্বোধনী অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। আসরের ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মরুর দেশ আরব আমিরাতে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল ভারতেই।

আরও পড়ুন: বিপিএল ফাইনালে থাকবেন আইসিসি চেয়ারম্যান

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

আইপিএল ২০১৯ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর