মেসিকে নিয়েই এল ক্লাসিকোর বার্সা স্কোয়াড
৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৯
।। স্পোর্টস ডেস্ক ।।
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা। কোপা দেল রের প্রথম লেগে বার্সার মাঠে আতিথ্য নেবে রিয়াল। এল ক্লাসিকোর এই লড়াই বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে। এর আগে বার্সার নিয়মিত অধিনায়ক মেসির খেলা নিয়ে শঙ্কা থাকলেও দলের কোচ আরনেস্টো ভালভারদে আর্জেন্টাইন তারকাকে রেখেই দল ঘোষণা করেছে।
কোপা দেল রের সেমি ফাইনালে মুখোমুখি হবে বার্সা-রিয়াল। সবশেষ চারবারের শিরোপা জয়ী দল বার্সা। আর ছয় মৌসুম পর সেমি ফাইনালে উঠেছে রিয়াল। স্প্যানিশ লা লিগায় দুই দলই আছে দুর্দান্ত ছন্দে। খেই হারিয়ে ফেলা রিয়াল নতুন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে সবশেষ ম্যাচগুলোতে নিয়মিতই জ্বলে উঠছে। আজকের সেমি ফাইনালে তাই কেউ কাউকে ছেড়ে কথা বলবে না।
হাইভোল্টেজ এই ম্যাচে বার্সার অধিনায়ক মেসি ইনজুরিতে পড়েছিলেন। গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মেসি। এল ক্লাসিকোতে তার মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে, বার্সার নম্বর টেনকে দলে রেখেই স্কোয়াডে ঘোষণা করেছেন কোচ আরনেস্টো ভালভারদে। যদিও তাকে শুরুর একাদশে খেলানো হবে নাকি বদলি হিসেবে খেলানো সেটি নিশ্চিত করেননি কোচ। এদিকে, ইনজুরির কারণে দলে থাকছেন না ফরাসি তারকা উসমান দেম্বেলে।
নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে প্রথম লেগের ম্যাচটি খেলবে বার্সা। নিজেদের দর্শক আর চেনা মাটিতে কাতালান ক্লাবটির শক্তির মূল মেসি। রিয়ালের বিপক্ষে আর্জেন্টিনার মহাতারকার পারফর্মও বেশ দুর্দান্ত। ৩৮ ম্যাচে সর্বোচ্চ ২৬ গোল করেছেন মেসি। রিয়ালের বিপক্ষে সবশেষ খেলা নিজের পাঁচ ম্যাচে ৫টি গোল করেছিলেন। তবে, মেসিকে ছাড়া গত এল ক্লাসিকোতে রিয়ালকে উড়িয়ে দিয়েছিল বার্সা। সেবার রিয়ালকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল কাতালান ক্লাবটি।
রিয়ালের বিপক্ষে আজ মেসি মাঠে নামলে সেটা হবে তার ৩৯তম এল ক্লাসিকো। টপকে যাবেন আন্দ্রেস ইনিয়েস্তাকে। ৪২টি এল ক্লাসিকো খেলে এই তালিকায় শীর্ষে আছেন বার্সার সাবেক স্প্যানিশ তারকা জাভি।
এল ক্লাসিকোর বার্সা স্কোয়াড:
মার্ক টার স্টেগেন, ইনাকি পেনা; নেলসন সেমেদো, জেরার্ড পিকে, ক্লেমন্ত লেঙ্গলেট, জেইসন মুরিলো, জরদি আলবা, সার্জি রবার্তো, থমাস ভারমায়েলন; ইভান রেকিটিচ, সার্জিও বুসকেটস, ফিলিপ কুতিনহো, আর্থার, কার্লেস অ্যালেনা, আরতুরো ভিদাল; লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, ম্যালকম এবং কেভিন প্রিন্স বোয়েটেং।
সারাবাংলা/এমআরপি