Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশদের বিপক্ষে ওয়ানডেতে ক্যাম্পবেল, ফিরলেন ব্রাথওয়েইট


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর এবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আর এই সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। আর এই সিরিজে দিয়েই প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন জন ক্যাম্পবেল।

টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের কারণে এবার ওয়ানডেতে সুযোগ মিলেছে ক্যাম্পবেলের। তাতেই জাতীয় দলের হয়ে ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় আছেন তরুণ এই ক্রিকেটার। তবে ওপেনার এভিন লুইসের ইনজুরির কারণেই সিরিজের প্রথম দুটি ওয়ানডের জন্য দলে রাখা হয়েছে তাকে।

এছাড়াও রভমান পাওয়েল ও কিমো পলের চোটের কারণে দলে ফিরলেন কার্লোস ব্রাথওয়েইট ও শেলডন কটরেল।

বিজ্ঞাপন

এদিকে চার ম্যাচ নিষেধাজ্ঞা পাওয়া পেসার শ্যানন গ্যাব্রিয়েলকে পাচ্ছে না উইন্ডিজরা। ইংল্যান্ডের জো রুটকে ‘সমকামী’ মন্তব্য করে নিষেধাজ্ঞা পেয়েছেন এই পেসার।

ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডিজ ওয়ানডে দল:

জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, কার্লোস ব্রাথওয়েইট, ড্যারেন ব্রাভো, জন ক্যাম্পবেল, শেলডন কটরেল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ের, শেই হোপ, অ্যাশলে নার্স, নিকোলাস পুরান, কিমার রোচ এবং ওশান থমাস।

সারাবাংলা/এসএন

ইংল্যান্ড ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর