Friday 13 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৯ বছর বয়সেই জাতীয় দলকে বিদায় বললেন পুরান

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৫ ১১:০৮

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় বললেন পুরান

টি-২০ ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে তিনিই সফলতম ব্যাটার। ২৯ বছর বয়সী ব্যাটার নিকোলাস পুরান আকস্মিকভাবেই জাতীয় দলকে বিদায় বললেন। এক বিবৃতিতে পুরান জানিয়েছেন, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে ক্যারিবিয়ানদের হয়ে আর দেখা যাবে না তাকে।

কেন্দ্রীয় চুক্তি থেকে আগেই সরে গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বেশ কয়েক বছর ধরেই বেছে বেছে ওয়ানডে ও টি-২০ খেলতেন পুরান। এবার পাকাপাকিভাবেই জাতীয় দলের জার্সিকে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টি-২০তে পুরানের অভিষেক। এরপর ৯ বছরে জাতীয় দলের হয়ে ১০৬ ম্যাচে মাঠে নেমেছেন পুরান। রান করেছেন ২২৭৫, স্ট্রাইক রেট ১৩৬.৩৯। হাফ সেঞ্চুরি করেছেন ১৩, সর্বোচ্চ স্কোর ৯৮। পুরান ছক্কা মেরেছেন ১৪৯টি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-২০ ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ, রান, ছক্কার রেকর্ডটাও পুরানের।

বিজ্ঞাপন

২০১৯ সালে অভিষেকের পর থেকে পুরান ওয়ানডে খেলেছেন ৬১টি। ৩৯.৬৬ গড়ে পুরানের রান ১৯৮৩। সেঞ্চুরি আছে ৩টি, ফিফটি ১১টি। ওয়ানডেতে তার উইকেটও আছে ৬টি।

পুরান জানিয়েছেন, অনেক ভেবে চিন্তেই জাতীয় দলকে বিদায় বলছেন তিনি, ‘অনেক চিন্তা ভাবনার পরেই এই সিদ্ধান্তটা নিয়েছি। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করাটা গর্বের। আমি নিজের সবটুকু উজাড় করে খেলেছি। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়াটাও ছিল বড় অর্জন। অবসর নিলেও জাতীয় দলের প্রতি আমার ভালোবাসা কখনোই মিইয়ে যাবে না। সামনের পথচলায় তাদের জন্য শুভকামনা রইল।’

সারাবাংলা/এফএম

অবসর ওয়েস্ট ইন্ডিজ নিকোলাস পুরান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর