পাকিস্তানকে ছেঁটে ফেলার পক্ষে ভারত
২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫২
।। স্পোর্টস ডেস্ক ।।
কাশ্মীরে পুলওয়ামাতে পাকিস্তানি জঙ্গী সংগঠনের সন্ত্রাসী হামলার প্রভাব পড়েছে ভারত-পাকিস্তান ক্রিকেটে। ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে খেলতে চাইছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এরই মধ্যে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দ্বারস্ত হওয়ার সব প্রকৃয়া সম্পন্ন করেছে বলে জানাচ্ছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
পুলওয়ামা হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান শহীদ হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি তুলেছেন অনেকেই। শুধু ক্রিকেট নয়, সব খেলাতেই পাকিস্তানকে বয়কটের দাবি করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ বয়কটের দাবি করেন অফ-স্পিনার হরভজন সিং।
এবার বিশ্বকাপে পাকিস্তানকে ছেঁটে ফেলার পক্ষে আর্জি জানাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের শীর্ষকর্তারা পাকিস্তান ক্রিকেট দলকে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার ব্যাপারে আবেদনের কথা ভাবছে। এ ব্যাপারে ইতোমধ্যে বিসিসিআইয়ের তরফ থেকে আনুষ্ঠানিক চিঠিও প্রস্তুত করা হয়েছে। তৈরি করা চিঠি এখন পর্যালোচনা করছেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা। এ ব্যাপারে ভারতের যথাযথ মন্ত্রণালয়ের মতগ্রহণপূর্বক আনুষ্ঠানিক বৈঠক করবে তারা।
এরই মধ্যে খসড়া চিঠিটি দেখেছেন ভারতের ক্রিকেট কমিটি অব এডমিনিস্ট্রেশনের (সিওএ) চেয়ারম্যান ভিনোদ রাই। তিনি বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জহুরীকে পরামর্শ দিয়েছেন এ চিঠিটি আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এবং বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওয়ার্থির উদ্দেশ্যে চিঠিটি পাঠিয়ে দিতে।
কিন্তু রেকর্ড বলছে, কার্গিল যুদ্ধ চলার সময়ও ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলেছে ভারত। ১৯৯৯ বিশ্বকাপও হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। ৪৭ রানে ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রেখেছিল মোহাম্মদ আজহারউদ্দিনের দলটি। এবারও পাকিস্তানকে হারিয়ে পুলওয়ামা হামলায় শহীদদের ম্যাচ উৎস্বর্গ করা উচিত বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
সারাবাংলা/এমআরপি