নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র টাইগারদের
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৫
।। স্পোর্টস ডেস্ক ।।
টেস্ট সিরিজের আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। দুই দিনের একমাত্র এই প্রস্তুতি ম্যাচে নিজেদেরকে বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে টাইগার ব্যাটসম্যানরা। সবকটি উইকেট হারিয়ে ৪১১ রান তোলে লাল সবুজ জার্সিধারীরা। এর বিপরীতে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তোলে কিউইরা। তাতেই ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
তবে শনিবার (২৩ ফেব্রুয়ারি) ম্যাচটির প্রথম দিনে স্কোরবোর্ডেই শুধু লেখা অলআউট, তবে বাংলাদেশের চার ব্যাটসম্যান আউট হননি। ১১ নম্বরে নামা খালেদ আহমেদও আউট হননি। ৯৬.১ ওভার ব্যাট করেছে তামিম, মুমিনুল, মাহমুদউল্লাহরা।
জবাবে রোববার (২৪ ফেব্রুয়ারি) ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে কিউইরা খেলে মাত্র ১২ ওভার। ওপেনার আন্দ্রে ফ্লেচার ৪৩ রান করলেও আরেক ওপেনার জ্যাকব ভুলা শূন্য হাতে ফেরেন। এরপর ভারত পপলি ১২ রান করে কেন ম্যাকক্লারকে (০) সঙ্গে করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
টাইগারদের হয়ে এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেন।
এর আগে শনিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমে সব ব্যাটসম্যানই অন্তত দুই অঙ্কের দেখা পেয়েছেন, শুধু ১১ নম্বরে নামা খালেদ আহমেদ ০ রানে অপরাজিত থাকেন। ওপেনিংয়ে নেমে তামিম আর সাদমান ১১৩ রানের জুটি গড়েন। ৩০ ওভারের বেশি খেলা এই জুটি তিন ম্যাচ টেস্ট সিরিজের আগে কিছুটা হলেও টাইগারদের আশ্বস্ত করবে।
তামিম ৮৩ বলে ৫টি চার আর একটি ছক্কায় করেন ৪৫ রান। সাদমানের ব্যাট থেকে আসে ৬৭ রান। ১১৩ বলের ইনিংসে তার ব্যাট থেকে ৯টি বাউন্ডারি আসে। তিন নম্বরে নামা মুমিনুল হক ৩০ বলে ৬টি বাউন্ডারিতে করেন ২০ রান। লিটন দাস, সৌম্য সরকার, দলপতি মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ রিটায়ার্ড (নট আউট) হয়ে মাঠ ছাড়েন। এর মধ্যে তিনজনই ফিফটি করেছেন। লিটন ৯১ বলে ৬টি চারের সাহায্যে করেন ৬২ রান। ৭৫ বলে ৬টি চারের সাহায্যে ৪১ রান করেন সৌম্য সরকার। ৬০ বলে ৮টি চার আর একটি ছক্কায় মাহমুদউল্লাহ করেন ৫৯ রান। ৬৭ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৫১ রান করেন মিরাজ।
শেষ দিকে তাইজুল ইসলাম ১৪, নাঈম হাসান ১২, আবু জায়েদ ২৩ রান করেন। নিউজিল্যান্ডের তারকা পেসার অ্যাডাম মিলনে কোনো উইকেট পাননি। একটি করে উইকেট পান নুটাল, সিয়ার্স, লকরোজ, ভুলা। দুটি উইকেট পান ব্লেক কোবার্ন।
২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে শনিবার থেকে লিঙ্কনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। সৌম্যকে যোগ করায় টেস্ট স্কোয়াড আবার দাঁড়িয়েছে ১৫ জনে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে। শোনা যাচ্ছে মুশফিকও কিছুটা ইনজুরিতে আছেন।
বাংলাদেশ টেস্ট দল:
মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন।
সারাবাংলা/এসএন