Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোটো ক্যারিয়ারে এমবাপের আরেকটি রেকর্ড


২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৩

।। স্পোর্টস ডেস্ক ।।

ফরাসি লিগের ৩৭ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তরুণ তারকা কাইলিয়ান এমবাপে। ছোটো ক্যারিয়ারে সবচেয়ে কম বয়সে লিগ ওয়ানে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এমবাপের জোড়া গোলে পিএসজি ৩-০ গোলে হারিয়েছে নিমেসকে।

ম্যাচের ৪০ মিনিটের মাথায় এনকুনকুর গোলে লিড নেয় পিএসজি। দ্বিতীয়ার্ধের ৬৯ এবং ৮৯ মিনিটে বাকি দুটি গোল করেন এমবাপে। লিগ টেবিলে ২৫ ম্যাচ খেলে পিএসজির পয়েন্ট সর্বোচ্চ ৬৮, দুইয়ে থাকা লিলের পয়েন্ট ৫১।

২০ বছর বয়সী এমবাপে লিগ ওয়ানের ৮৮ ম্যাচে গোল করেছেন মোট ৫১টি। ২০ বছর ২ মাস ৩ দিন বয়সে তিনি গোলের ফিফটি স্পর্শ করেন। এর আগে ১৯৮২ সালে ২১ বছর ১১ মাস ৯ দিন বয়সে সোচাওক্সের হয়ে ইয়ানিক সোপিরা লিগ ওয়ানে সবচেয়ে কম বয়সে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন।

এই মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন এমবাপে। বিশ্বকাপের সেরা উদীয়মান এই ফরাসি তারকা লিগে সর্বোচ্চ ২২ গোল করেছেন। ক্লাব সতীর্থ উরুগুয়ের তারকা এডিনসন কাভানি গোলের তালিকায় এমবাপের নিকটতম প্রতিদ্বন্দ্বী। এমবাপে ৫ গোল বেশি করেছেন। চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে এমবাপে গোল করেছেন ২৭টি।

রাশিয়া বিশ্বকাপে পেরুর বিপক্ষে গোল করে এমবাপে ফ্রান্সের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েন। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে ব্রাজিল কিংবদন্তি পেলের সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড ভেঙে দেন। ১৯৫৮ সালে পেলে সেই রেকর্ডটি গড়েছিলেন।

সারাবাংলা/এমআরপি

এমবাপে রেকর্ড লিগ ওয়ান

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর