ডিপিএলে প্রাইম ব্যাংকের সহজ জয়
২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচে সহজ পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলটির দেয়া ১৭০ রানের লক্ষ্য ছুঁতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের খরচায় ১২২ রান সংগ্রহ করেছে ব্রাদার্স ইউনিয়ন। ফলে ৪৭ রানের সহজ জয় ধরা দিয়েছে এনামুল হক বিজয়দের শিবিরে।
আর এই হারে টুর্নামেন্টে শেষ চারের আশা শেষ হয়ে গেল ব্রাদার্সের। কেননা প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডের কাছে তারা হেরেছিল ২৫ রানে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে আরিফুল হক ৩৩ বলে করেন অপরাজিত ৫৯ রান। নাজমুল হোসেন মিলন ২১ বলে অপরাজিত ৪৫ ও অভিষিক্ত রুবেল মিয়ার ৪৩ বলে ৪৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট খরচায় ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় প্রাইম ব্যাংক।
ব্রাদার্সের হয়ে বল হাতে দলপতি শরিফুল্লাহ ২টি উইকেট নেন। মেহেদি হাসান ও মোহাম্মদ শাহজাদ নিয়েছেন ১টি করে উইকেট।
১৭০ রানের লক্ষ্য তাড়ায় দলীয় ৩৭ রানে দুই ওপেনার মিজানুর রহমান ও জুনাইদ সিদ্দীকিকে হারায় ব্রাদার্স। মিজানুর রহমানকে ব্যক্তিগত ৭ রানে নাজমুলের হাতে তুলে দেন স্পিনার মনির হোসেন। ১৪ রানে জুনাইদ সিদ্দীকীও তার শিকার হয়ে ফেরেন।
তৃতীয় উইকেটে ইয়াসির আলীকে নিয়ে বড় সংগ্রহের দিকে তরী ছুটিয়েছিলেন উইকেটে থিতু হওয়া ফজলে মাহমুদ। সেখানেও বাধ সাধেন মনির। ৩৯ রানে তাকে পাঠিয়ে দেন আল আমিনের নিরাপদ হাতে। ব্রাদার্সের দলীয় সংগ্রহ তখন ৭০ রান। তিন ব্যাটসম্যানের বিদায়ে ব্যাকফুটে চলে যাওয়া ব্রাদার্সের হাল ধরতে চেয়েছিলেন বিপিএলে চমক দেখানো ইয়াসির আলী চৌধুরী। কিন্তু পারেননি। ১০ রানে অলোক কাপালির ঘূর্ণিতে আরিফুল হকের ক্যাচ হয়ে ফিরে যান।
পাঁচে নামা শরিফুল ইসলাম ১৫ বলে ১৫ রান করে আরিফুল হকের বলে নিজের ইনিংসের সমাপ্তি টানেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ১২২ রানে থামে ব্রাদার্সের ইনিংস।
প্রাইম ব্যাংকের হয়ে বল হাতে মনির হোসেন ৩টি, আব্দুর রাজ্জাক ২টি উইকেট পান। আল আমিন হোসেন, অলোক কাপালি ও আরিফুল হক নিয়েছেন ১টি করে উইকেট।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি