তারকাসমৃদ্ধ দল নিয়েও ছিটকে গেল আবাহনী
২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ২০১৮-১৯ মৌসুমকে সামনে রেখে তারাকাখচিত দল গড়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। টি-টোয়েন্টি টুর্নামেন্টে একাদশে খেলা ৮ জনই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য। তারপরও টুর্নামেন্টের শেষ চারে দলটির জায়গা হলো না। সেমি ফাইনালের আগেই ছিটকে গেল লড়াই থেকে।
প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২৫ রানে জয়ী দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে হেরে গেছে ৪৯ রানে। এনামুল বিজয়দের দেয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতরা ৯ উইকেটে সংগ্রহ করেছে ১২৭ রান।
আর আবাহনীর বিপক্ষে এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেয় প্রাইম ব্যাংক। দলটির প্রথম জয় এসেছিল গতকাল (মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার এনামুল হক বিজয় ২২ বলে ৩৭ রান করেন। রুবেল মিয়ার ৫৬ বলে ৭৬ ও মিডল অর্ডার আরিফুল হকের ১৫ বলে ২১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
আবাহনীর হয়ে উইকেট শিকারে ৫ বোলারই সমান পারদর্শীতা দেখিয়েছেন। মোহাম্মদ সাইফউদ্দীন, রুবেল হোসেন, আরিফুল হাসান, জাকারিয়া ইসলাম ও সাব্বির রহমান ১টি করে শিকার করেছেন।
জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় আবাহনী। দলীয় ৭০ রানেই বিদায় নেন ৭ ব্যাটসম্যান। শাকিল হোসেন ৬, জাহিদ জাভেদ ৭, সাব্বির রহমান ৬, নাজমুল হোসেন শান্ত ১১, মোসাদ্দেক হোসেন সৈকত ১৭, মোহাম্মদ সাইফউদ্দীন ১২ করেন।
দলীয় ১১০ রানে নাজমুল ইসলাম কাটা পড়েন ৮ রানে। ৯ এ নামা টেলএন্ডার রুবেল হোসেন অবশ্য কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। ২৩ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৬ রানের একটি লড়াকু ইনিংস খেলে মোহর শেখের বলে আরিফুল হকের ক্যাচ হয়ে ফিরে গেছেন।
তার আগে ৪ রানে মোহরের প্রথম শিকার হয়ে প্যাভিলনের পথ দেখেন তাপস ঘোষ। শেষ উইকেট জুটিতে আরিফুল হাসান ১৫ রানে ও জাকারিয়া ইসলাম ২ রানে অপরাজিত ছিলেন।
প্রাইম ব্যাংকের হয়ে বল হাতে অলোক কাপালি ও মোহর শেখ ৩টি করে, আল আমিন হোসেন ২টি ও মোহাম্মদ আল আমিন নিয়েছেন ১টি উইকেট।
** ডিপিএলে প্রাইম ব্যাংকের সহজ জয়
সারাবাংলা/এমআরএফ/এমআরপি