মাঝমাঠ দখলে দেশিরা, গোলমুখে বিদেশিরা
৩ মার্চ ২০১৯ ১৯:২৭
ঢাকা: এবারের লিগটা যেন একটু ভিন্ন রকম। কলিনদ্রেস-জর্জ গোটরদের অন্তর্ভূক্তি বাংলাদেশ প্রিমিয়ার লিগকে বেশ রঙিন করেছে। প্রতিযোগিতা বাড়ছে। দলে দলে লড়াইয়ের পাশাপাশি স্বতন্ত্রেও লড়াইয়া চলছে খাতা-কলমে। বিদেশিদের ভিড়ে দেশিরাও আলো ছড়িয়ে যাচ্ছে লিগজুড়ে। গোলমুখে বিদেশিরা এগিয়েও গেলেও মাঝমাঠটা দখল করে রেখেছে স্থানীয় ফুটবলাররা।
চলমান ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর বিপিএল এগারতম আসরের ম্যাচগুলো খোলা চোখে বিশ্লেষণ করলেই পাওয়া যায় বিদেশিদের ভিড়ে দেশিদের দাপটের চিত্র।
বিপিএলের নবম রাউন্ড শেষে গোল যোগানে দশজনের চারজনই বাংলাদেশি। তারমধ্যে শেখ রাসেলের বিপলু আহমেদ চার গোল নিয়ে সর্বোচ্চ গোল যোগাদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছে। আরামবাগের অধিনায়ক রবিউ হাসান, আরিফুর রহমান এবং সাইফের ইয়াসিন আরাফাত আছেন এই তালিকায়।
এবার ঘরোয়া ফুটবলে এএফসির শর্তে ক্লাবগুলো অন্ততপক্ষে চারজন বিদেশি ফুটবলার দলে ভেড়িয়েছে। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরের ১৩ টি ক্লাব ২১ দেশের মোট ৫১ বিদেশি ফুটবলার নিয়ে এসেছে। নোফেল স্পোর্টি ছাড়া প্রত্যেক দলের চারজন করে বিদেশি ফুটবলার। বেশিরভাগ ক্লাবই স্টাইকার ও মিডফিল্ডার পজিশনে বেশি বিদেশি ফুটবলার নিয়েছে।
বিশ্বকাপ খেলুড়ে দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া, কোস্টারিকা, আইভরিকোস্ট, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, পানামা, ক্যামেরুনের মতো দেশ থেকে ক্লাবগুলো আমদানি করেছে বিদেশি ফুটবলার। তাদেরই দাপট থাকা অনুমেয়।
এরই মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও প্রথম দশে আছে তিন দেশি ফুটবলারের নাম। পাঁচ গোল করে তৃতীয় ও চতুর্থ স্থান পাকাপোক্ত করেছে আরামবাগের জাহিদ হোসেন ও ঢাকা আবাহনীর নবীব নেওয়াজ জীবন। চার গোল নিয়ে কিংসের মতিন মিয়া ও তিন গোল নিয়ে আরিফুর রহমানও আছেন তালিকায়।
পয়েন্ট টেবিলে তেমন কোনও পরিবর্তন নেই। সবার উপরে বসুন্ধরা কিংস। কোনও ম্যাচই হারে নি তারা। দুইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। তিন শেখ রাসেল ও চারে সাইফ স্পোর্টিং ক্লাব। মোহামেডান প্রায় তলানিতে অর্থাৎ ১১তে। ব্রাদার্স ইউনিয়ন সবার নিচে।
এমন যখন অবস্থা এরই মধ্যে অ্যাওয়ে ম্যাচে সোমবার (৪ মার্চ) ময়মনসিংহের রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। একই সময়ে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে নোফেলের বিপক্ষে লড়বে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে শেখ জামাল।
‘দেশি ফুটবলাররা গোল পায় না’ এমন তথাকথিত সমালোচনার জবাব হয়তো দেশিরাই দিচ্ছেন প্রতি ম্যাচে। দেশের ফুটবলের মান বেড়েছে অনিবার্যভাবে। সেখানে দেশিরাই দাপট দেখিয়েছে নিশ্চিতভাবে। যেটা হচ্ছে না সেটা হলো এদের নিয়মিতকরণ ও সুযোগ। সেটা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলোর।