Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কে না চায় রিয়ালে খেলতে: নেইমার


৪ মার্চ ২০১৯ ১৫:০৩

।। স্পোর্টস ডেস্ক ।।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে নাম লেখানোর পর থেকেই আলোচনা শুরু। ব্রাজিল সুপারস্টার নেইমার কি সেখানে সুখী? বিভিন্ন সময়ে যা গল্পের খোরাক হয়েছিল। বার্সায় যোগ দেওয়ার আগে থেকেই নেইমারকে টার্গেট করেছিল আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুর দলটির আশা পূরণ হয়নি। ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে বার্সা থেকে তিনি নাম লেখান পিএসজিতে।

বিজ্ঞাপন

এখনও নাকি রিয়াল তাদের আশা পূরণে নেইমারের দিকে তাকিয়ে আছে! ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে নাম লেখানোয় আক্রমণভাগের শক্তি বাড়াতে নেইমারের উপর দৃষ্টি স্প্যানিশ ক্লাবটির। রিয়ালের চাওয়া পূরণ হবে কী না সেটি সময় বলে দেবে।

এদিকে, নেইমার বলে দিয়েছেন নিজের কথা। ইনজুরির কারণে এ মুহূর্তে নিজ দেশ ব্রাজিলে অবস্থান করছেন তিনি। সেখানে গণমাধ্যমে তিনি জানান, ‘আমি রিয়ালে খেলতে চাই কী না? রিয়াল বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাব। কে না চায় সেখানে খেলতে? প্রতিটি ফুটবলার রিয়ালের মতো ক্লাবে নিজেকে জড়াতে চায়। কিন্তু বিশ্বাস করুন আর না করুন, আমি পিএসজিতে সুখী আছি। আমি রিয়ালে খেলার কথা এই মুহূর্তে ভাবছি না। শান্ত থাকুন।’

ব্রাজিলিয়ান তারকা আরও যোগ করেন, ‘এই মুহূর্তে রিয়াল নিয়েও কথা বলতে চাই না। আমি প্যারিসে ভালো আছি। কিন্তু, ভবিষ্যতে রিয়ালে খেলবো কী না, সেটি কেউ জানে না। কারণ রিয়াল বিশ্বের সেরা একটি দল আর তারা আমাকে যথেষ্ট সম্মান করেছে। তবে, এখন শুধুই প্যারিসের দলটি নিয়ে ভাবছি।’

এদিকে, বার্সায় আবারো ফিরতে চান নেইমার-এমন শিরোনামে বেশ খবর প্রচার হয়েছে। তাতে কথা বলতে বাধ্য হয়েছিলেন খোদ বার্সা প্রেসিডেন্ট। নেইমার কি আবারো বার্সায় ফিরবেন-এমন প্রশ্নে ব্রাজিল তারকা জানান, ‘আমার লক্ষ্য ছিল বার্সায় খেলা। আমার শৈশবের স্বপ্ন ছিল বার্সায় খেলা। সবাই জানে আমি বার্সার মতো দলে খেলতে চেয়েছিলাম। আমার স্বপ্ন পূরণ হয়েছে। একজন ফুটবলারের জীবন খুব দ্রুত পার হয়ে যায়। কেউ জানে না পরের মুহূর্তে তার জীবন কোথায় গিয়ে ঠেকবে। কেউ জানে না আগামীকাল কি হতে পারে।’

বিজ্ঞাপন

‘এখন আমার ভাবনায় শুধুই পিএসজি। অন্য কোনো ক্লাবের কথা ভাবছি না, কোথাও যেতে চাইছি না। এখন থেকে আগামী তিন মাস (মৌসুমের বাকি সময়) আমার ভাবনায় শুধুই পিএসজি।’ যোগ করেন নেইমার।

** রবিনহোকে নিজের আইডল মানেন নেইমার

সারাবাংলা/এমআরপি

নেইমার বার্সা-পিএসজি-রিয়াল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর