Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের আঙুলের এক্সরে সম্পন্ন


৪ মার্চ ২০১৯ ২০:২৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালে বাঁহাতের অনামিকায় পাওয়া চোটে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি সাকিব আল হাসান। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন চোট পাওয়ার তিন সপ্তাহ পর তার চোটাক্রান্ত আঙুলে এক্সরে করা হবে। এরপর জানা যাবে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে তিনি আদৌ খেলতে পারবেন কী না। তিন সপ্তাহ ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে। সম্প্রতি ব্যাংকক থেকে ফিরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আঙুলের এক্সরে করিয়েছেন সাকিব।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মার্চ) এক্সরে রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে, নিউজিল্যান্ডে তিনি টেস্ট খেলতে যাবেন কী না।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সোমবার (৪ মার্চ) জানিয়েছেন, সাকিবের আঙুলের এক্সরে করা হয়েছে। মঙ্গলবার রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

চোটের কারণে তিন ওয়ানডে, প্রথম টেস্ট মিস করেছেন এই টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি। ৮ মার্চ শুরু অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে সাকিবকে পাওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে। ক্রাইস্টচার্চে তৃতীয় টেস্ট খেলতে যাবেন কিনা তা জানা যাবে এক্সরে রিপোর্ট পাওয়ার পরই।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

এক্সরে সাকিব আল হাসান

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর