Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভাগ্যদেবী


৬ মার্চ ২০১৯ ১২:৫৫

।। স্পোর্টস ডেস্ক ।।

বিব্রতকর হারের মধ্যদিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠেই হেরেছে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলে জিতেছে নেদারল্যান্ডসের দলটি। রিয়ালকে বিদায় করে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে ওঠেছে ডাচ ক্লাবটি।

তাতে সাফল্যে ভরা এক দশকের ইতি টানলো রিয়াল। ক্লাব ফুটবলে ইউরোপের শীর্ষ এই প্রতিযোগিতায় টানা তিনবারসহ গত পাঁচ আসরে চারবারের চ্যাম্পিয়ন দলটি ৯ মৌসুম পর শেষ ষোলো থেকে ছিটকে পড়ল।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নদেরকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে আয়াক্স। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হারের পরও পরের রাউন্ডে ওঠার কীর্তি গড়লো ডাচ ক্লাবটি। ১৯৯৪-৯৫ মৌসুমের পর এবারই কোনো ক্লাব নিজেদের মাঠে প্রথম লেগ হেরেও চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল মাদ্রিদকে বিদায় করল। ১৯৯৬-৯৭ মৌসুমে ২২ বছর আগে শেষবার নকআউট পর্বে উঠেছিল আয়াক্স। আর রিয়ালের বিপক্ষে আয়াক্স জয় পেয়েছিল ১৯৯৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে।

এদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা চার ম্যাচ হারলো মাদ্রিদের ক্লাবটি। এর মধ্যে শেষ সাত দিনেই তিনবার নিজেদের মাঠে হারতে হয়েছে সান্তিয়াগো সোলারির শিষ্যদের। ভিন্ন তিন টুর্নামেন্টে তিনটি হারের ফলে চলতি মৌসুমে তাদের যেকোনো শিরোপা জয়ের আশা প্রায় শেষ।

গত বুধবার কোপা দেল রের সেমি-ফাইনালের ঘরের মাঠে ফিরতি পর্বে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রিয়াল। তিন দিন পর লা লিগায় একই মাঠে বার্সার কাছে ১-০ গোলে হেরে শীর্ষে থাকা দলটির থেকে ১২ পয়েন্ট পিছিয়ে পড়ে তারা। এবার ঘরের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ থেকে বিদায় নিতে হলো রেকর্ড ১৩বারের চ্যাম্পিয়নদের।

বিজ্ঞাপন

চোটে পড়ায় ২৯তম মিনিটে লুকাস ভাসকেজের বদলি হিসেবে নামেন গ্যারেথ বেল আর ভিনিসিয়াসের বদলি হিসেবে নামেন মার্কো অ্যাসেনসিও। আয়াক্সের হয়ে একটি করে গোল করেছেন হেকিম জিয়েখ (৭ মিনিট), ডেভিড নারেস (১৮ মিনিট), ডুসান টাডিচ (৬২ মিনিট) ও লাসসি স্কোনি (৭২ মিনিট)। রিয়ালের একমাত্র গোলটি এসেছে মার্কো অ্যাসেনসিওর (৭০ মিনিট) পা থেকে। ম্যাচের যোগ করা সময়ে নাচো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে রিয়াল নেমে আসে ১০ জনের দলে।

এদিকে, কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। প্রথম লেগে হারের পর ফিরতি লেগেও হেরেছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। হ্যারি কেইনের একমাত্র গোলে বরুশিয়াকে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে পরের পর্বে উঠেছে টটেনহ্যাম হটস্পার।

সারাবাংলা/এমআরপি

আয়াক্স চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর