Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোর মুখ দেখছে নারী হকি


৭ মার্চ ২০১৯ ১৮:৪১

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ অবশেষে আলোর মুখ দেখছে নারী হকি। দেশের হকিতে একটা আক্ষেপের নাম ছিল নারী হকি দল গঠন। সেই আক্ষেপ ঘোচাতে চলেছে শিগগিরই। প্রথমবারের মতো দল গঠন করে সেই দলকে তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।

বাহফে ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ মাসের ১০ তারিখ থেকে যুব নারী হকি প্রশিক্ষণ ক্যাম্প শুরু হচ্ছে মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে।

বিজ্ঞাপন

হকি প্রাঙ্গনে যখন নির্বাচনী হাওয়া সরগরম পাড়া ঠিক আন্তর্জাতিক নারী দিবসের সামনে এই নারী হকি দল গঠন করার উদ্যোগ এসেছে।

শুধু দল গঠনই নয় দলকে নিয়ে দেশের প্রতিনিধিত্ব করতে যুব নারী চ্যাম্পিয়নশিপেও পাঠাতে চায় ফেডারেশন। সেপ্টেম্বরে সিঙ্গাপুরে ৯-১৫ তারিখে আয়োজিত হতে চলেছে যুব নারী এএইচএফ কাপ হকি প্রতিযোগিতা।

এই টুর্নামেন্টকে সামনে রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মত বাংলাদেশ জাতীয় যুব নারী হকি দল গঠন করে এএইচএফ কাপ হকি প্রতিযোগিতায় অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

নারী খেলোয়াড়দের নিয়ে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর