বার্সা-মেসির বন্ধুত্ব অটুট
১০ মার্চ ২০১৯ ১২:১২
।। স্পোর্টস ডেস্ক ।।
বার্সেলোনার হয়ে লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় আন্দ্রেস ইনিয়েস্তাকে (৪৪২) ছাড়িয়ে গেছেন ২০০৪ সালে বার্সায় যোগ দেওয়া লিওনেল মেসি। ৪৪৩ ম্যাচ খেলা তারকা এই ফরোয়ার্ডের সামনে আছেন কেবল জাভি (৫০৫)। একদিক দিয়ে সবার থেকে উপরে মেসি, বার্সার জার্সিতে সর্বোচ্চ ৩৩টি শিরোপা জিতেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।
সবশেষ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বার্সা। এই জয়ে স্পেনের শীর্ষ লিগে কোনো এক দলের বিপক্ষে নিজেদের ইতিহাসে টানা সর্বোচ্চ ১৩ জয়ের রেকর্ড গড়েছে মেসির দলটি। দলের হয়ে একটি করে গোল করেন জেরার্ড পিকে, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। পিছিয়ে পড়া দলকে পথে ফেরাতে আরও একবার জ্বলে উঠেছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। পেনাল্টি থেকে নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করান মেসি।
বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নিতে পেনাল্টি থেকে স্কোর করেন মেসি। ইউরোপের সেরা পাঁচ লিগে এই মৌসুমে সর্বোচ্চ (২৬) গোলের মালিক এখন মেসি। গোল অ্যাসিস্টের রেকর্ডও বার্সার এই ফুটবল জাদুকরের। সতীর্থদের দিয়ে গোল করানোর দিক দিয়ে শীর্ষে উঠেছেন মেসি। সতীর্থদের দিয়ে গোল করাতে তিনি অ্যাসিস্ট করেছেন ১২ বার।
মেসি আর বার্সার বন্ধুত্বের আরও কিছু তথ্য জানুন:
ম্যাচ রেকর্ড:
*** বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ১০ ফুটবলারের একজন মেসি।
*** শীর্ষ ১০ ফুটবলারের সবাই স্পেনের, শুধু মেসিই একমাত্র স্পেনের বাইরের খেলোয়াড়।
*** বার্সার জার্সিতে ৭৬৭ ম্যাচ খেলে শীর্ষে আছেন জাভি, ৬৭৪ ম্যাচ খেলে দুইয়ে ইনিয়েস্তা আর ৬৭২ ম্যাচ খেলে তিনে মেসি। আর কেউ ৬০০ ম্যাচ খেলেননি।
*** কোপা দেল রেতে সর্বোচ্চ ৭৩ ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। সামনেই আছে কোপার ফাইনাল, যেখানে মেসি খেলতে নামলেই ইনিয়েস্তাকে ছুঁয়ে ফেলবেন।
গোল রেকর্ড:
*** বার্সার অফিসিয়াল গোল স্কোরিংয়ে শীর্ষে আছে মেসির নাম। ৬২১ ম্যাচে তার অফিসিয়াল গোল ৫৮৬টি। দুইয়ে থাকা স্প্যানিশ কিংবদন্তি সিজার রদ্রিগুয়েজ করেছেন ২৩২ গোল।
*** চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে (এল ক্লাসিকোতে) সর্বোচ্চ ২৬ গোল মেসির।
*** বার্সেলোনা ডার্বি ম্যাচেও সর্বোচ্চ ২৩ গোল মেসির দখলে।
*** ফ্রি-কিক থেকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ৩৮টি অফিসিয়াল গোল করেছেন মেসি।
*** বার্সার জার্সি গায়ে সর্বোচ্চ ৪৪টি হ্যাটট্রিক মেসির দখলে।
*** লা লিগায় সর্বোচ্চ ৩২টি হ্যাটট্রিকও তার দখলে।
*** হুয়ান গাম্পার ট্রফিতে সর্বোচ্চ ৯ গোল করেছেন মেসি।
*** ফিফা ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ ৫ গোল মেসির।
*** উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১০৬ গোলও তার দখলে।
*** স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ ৪০৯ গোল করেছেন বার্সার বর্তমান এই দলপতি।
*** বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে লিগের ম্যাচে সর্বোচ্চ ২২ গোল করেছেন মেসি।
*** সুপার কোপা ডি এসপানায় বার্সার জার্সিতে সর্বোচ্চ ১৩ গোল করেছেন মেসি।
এক মৌসুমে:
*** প্রীতি ম্যাচ সহ সব ধরনের প্রতিযোগিতায় এক মৌসুমে বার্সার জার্সিতে সর্বোচ্চ ৭৫ গোল করেছেন মেসি (২০১১-১২ মৌসুম)।
*** এক ক্যালেন্ডার ইয়ারে প্রীতি ম্যাচ সহ সর্বোচ্চ ৯৬ গোল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন একমাত্র মেসি (২০১২ সালে)।
*** বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে এক মৌসুমে সর্বোচ্চ ৪৬টি গোল করেছেন মেসি (২০১১-১২ মৌসুমে)।
*** লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ ৫০ গোল মেসির দখলে (লা লিগার রেকর্ড, ২০১১-১২)।
*** লা লিগায় প্রতিপক্ষের মাঠে এক মৌসুমে সর্বোচ্চ ২৪ গোল করেছেন মেসি (লা লিগার রেকর্ড, ২০১২-১৩)।
*** এক মৌসুমে সর্বোচ্চ ৮টি হ্যাটট্রিক আছে মেসির (লা লিগার রেকর্ড, ২০১১-১২)।
** মেসিকে ফিরে পেল আর্জেন্টিনা
সারাবাংলা/এমআরপি