বিকেএসপিকে হারিয়েছে গাজী গ্রুপ
১২ মার্চ ২০১৯ ১৮:১৬
।। স্পোর্টস ডেস্ক ।।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১২তম ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে নেমেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং বিকেএসপি। নিজেদের প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও হেরেছে বিকেএসপি। প্রথম ম্যাচে জিততে না পারলেও এই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে গাজী গ্রুপ। বিকেএসপিকে ৪ উইকেটে হারিয়েছে ইমরুল কায়েস, আবু হায়দার, কামরুল ইসলাম রাব্বি, শামসুর রহমান আর রনি তালুকদারদের দলটি।
আগে ব্যাটিংয়ে নেমে বিকেএসপি ৭ উইকেট হারিয়ে তোলে ২৪৯ রান। জবাবে, ৪৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গাজী গ্রুপ।
ব্যাটিংয়ে নেমে বিকেএসপির ওপেনার রাতুল খান ৮৬ বলে ৩৪ রান করেন। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ৯৩ বলে ৯টি চার আর একটি ছক্কায় করেন ৮৫ রান। এই দুই ওপেনার ৩৫ ওভার অবিচ্ছিন্ন থেকে জুটি গড়েন ১৫০ রানের। রাতুল খান রিটায়ার্ড হার্ট হয়ে উইকেট ছাড়েন। তিন নম্বরে নামা আমিনুল ইসলাম ৬৯ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। শামিম হোসেন ৩৯ বলে ৪৪ রান করেন।
গাজী গ্রুপের পেসার আবু হায়দার রনি ২টি, কামরুল ইসলাম রাব্বি ২টি, নাসুম আহমেদ একটি করে উইকেট তুলে নেন।
২৫০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে গাজী গ্রুপের ওপেনার রনি তালুকদার ১৫, দলপতি ইমরুল কায়েস ৪ রান করে বিদায় নেন। শুরুর ধাক্কা সামাল দেন মেহেদি হাসান। ৭৩ বলে ৯টি চার আর একটি ছক্কায় তিনি করেন ৭০ রান। শামসুর রহমানের ব্যাট থেকে আসে ২৩ রান। ভারতীয় ব্যাটসম্যান পারভেজ রাসুল ১ রানে বিদায় নেন। শেষ দিকে দলের হাল ধরেন তৌহিদ তারেক। ম্যাচসেরা পারফরম্যান্স করা তৌহিদ তারেক ৯৩ বলে তিনটি করে চার ও ছক্কায় ৭৬ রান করে অপরাজিত থাকেন।
মাঝে ১৫ রান করে সাজঘরে ফেরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সামশুল ইসলাম। ২৪ বলে দুটি করে চার ও ছক্কায় ৩২ রান করে অপরাজিত থাকেন আবু হায়দার রনি। তার ঝড়ো ইনিংসে জয়ের পথ দেখে গাজী গ্রুপ।
বিকেএসপির হাসান মুরাদ তিনটি, মুকিদুল ইসলাম দুটি আর সুমন খান একটি করে উইকেট তুলে নেন।
** দুই প্রাইমের ম্যাচে জিতলো দোলেশ্বর
** মোহামেডানের টানা জয়, খেলাঘরের পরাজয়
সারাবাংলা/এমআরপি