Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকার্দিকে চাইছে রিয়াল মাদ্রিদ


১৩ মার্চ ২০১৯ ১৬:১৩

।। স্পোর্টস ডেস্ক ।।

কদিন আগে বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে টানা দুই এল ক্লাসিকো হেরেছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রেতে বার্সার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে, লা লিগায় হেরে শিরোপা দৌড়েও পিছিয়ে রিয়াল। তার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডাচ জায়ান্ট আয়াক্সের বিপক্ষে নিজেদের মাঠেই হেরে বিদায় নিয়েছে লুকা মদ্রিচ, গ্যারেথ বেল, করিম বেনজেমা, ক্যাসেমিরো, ভিনসিয়াসরা। কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিতে হয় টানা তিনবারের চ্যাম্পিয়নদের।

বিজ্ঞাপন

এর পর রিয়ালের কোচ সান্তিয়াগো সোলারিকে বরখাস্ত করে স্প্যানিশ জায়ান্টরা। তবে, বিশেষ শর্তে সোলারিকে রেখে দিতে চেয়েছে রিয়াল। এদিকে, রিয়ালকে টানা তিন মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়ে স্বেচ্ছায় নির্বাসনে যাওয়া ফরাসি কোচ জিনেদিন জিদানকে আবারো রিয়ালের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জিদান কোচ হিসেবে আসায় লিগের টেবিলে শীর্ষ চারে থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে চেষ্টা করবে রিয়াল। তাতে দলবদলের বাজারে রিয়ালে আসতে পারে বিশ্বসেরা ফুটবলাররা। ইতালির গণমাধ্যম জানাচ্ছে, রিয়াল আর জিদানের চাওয়াতে পরের মৌসুমে ইন্টার মিলান থেকে আসতে পারেন মাউরো ইকার্দি। আর্জেন্টাইন তারকাকে মোটা অঙ্কের টাকা দিয়েই নাকি আনতে চাইছে মাদ্রিদের দলটি।

আরও জানা যায়, ইতালির ক্লাব ইন্টার মিলান সোয়াপ ডিল (বিনিময় চুক্তি) করতে আগ্রহী। রিয়ালের ফরাসি তারকা বেনজেমাকে নিয়ে আর্জেন্টাইন ইকার্দিকে দিতে চাচ্ছে মিলানের ক্লাবটি। তবে, ফরাসি কিংবদন্তি জিদান তার স্বদেশি বেনজেমাকে রেখে দিতে চাইছেন। এমনও গুঞ্জন আছে, ওয়েলস তারকা গ্যারেথ বেলকে ছেড়ে দিতে পারেন জিদান। এরই মধ্যে রিয়ালের কর্তাব্যক্তিরা ইকার্দির এজেন্টের সাথে দেখা করেছেন। এদিকে, ইতালির আরেক ক্লাব জুভেন্টাস আর্জেন্টাইন তারকাকে চেয়ে বসে আছে। রিয়ালকে তাই যুদ্ধে নামতে হচ্ছে জুভদের বিপক্ষে।

বিজ্ঞাপন

৯ বছর রিয়ালে থাকার পর গত মৌসুমে ইতালির ক্লাব জুভেন্টাসে পাড়ি জমান ক্রিস্টিয়ানো রোনালদো। মাদ্রিদ থেকে তার চলে যাওয়ার পর রিয়ালের আক্রমণভাগে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। রিয়ালের সাম্প্রতিক এই ফর্মহীনতার পেছনে রোনালদোর অনুপস্থিতিকে বড় চোখে দেখছেন অনেক ফুটবল বোদ্ধা। রোনালদো চলে যাবার পর ক্লাব ভেবেছিল দলের বাকি খেলোয়াড়েরা তার অভাব পূরণ করতে পারবে। সিআর সেভেন প্রতি মৌসুমে ৫০টা করে গোল করেছেন, ৫০টা গোল না হোক, দলের বাকি খেলোয়াড়ের কাছে প্রত্যাশা ছিল ১৫-২০টা গোল তারা করবে। কিন্তু, সেভাবে কেউ রোনালদোর ঘাটতি পুষিয়ে দিতে পারেননি। তবে, রিয়াল এখনও গ্যারেথ বেল, করিম বেনজেমা, মার্কো অ্যাসেনসিও, মারিয়ানো ডিয়াজ, ভিনসিয়াস জুনিয়রের উপর আস্থা রেখেছে।

** সাম্বা অ্যাটাকের পরিকল্পনা করছে রিয়াল?

সারাবাংলা/এমআরপি

ইন্টার মিলান মাউরো ইকার্দি রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর