প্রিমিয়ার লিগ শুরু করেছেন মাশরাফি
১৪ মার্চ ২০১৯ ১৩:৫৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
স্ব-পরিবারের ভারত ভ্রমন শেষে ১২ মার্চ (মঙ্গলবার) দেশে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। দেশে ফিরে একদিনের বিশ্রাম নিয়ে পরদিনই নেমে পড়লেন মাঠে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের তৃতীয় রাউন্ড দিয়ে শুরু করলেন ২০১৮-১৯ মৌসুমের খেলা।
নিউজিল্যান্ড সিরিজের পর বৃহস্পতিবার (১৪ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরেছেন আবাহনীর এই অভিজ্ঞ ক্রিকেটার। এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা আকাশী-নীলদের ব্যাট হাতে তার লড়াইটিও আশা জাগানিয়া। ১৫ বল থেকে করেছেন ২৬ রান। যেখানে চারের মার ছিল ৩টি ও ছয় ১টি। স্ট্রাইক রেট ১৭৩.৩৩।
তার দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৯ রানের ইনিংসটি খেলেছেন মোহাম্মদ সাইফউদ্দীন। সংগ্রহটি পেতে তিনি মোকাবেলা করেছেন ৪৫ বল। চার মেরেছেন ৪টি ও ৬ দুটি।
দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান এসেছে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৩৬ রানের সংগ্রহ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি।
ব্রাদার্সের হয়ে বল হাতে মেহেদি হাসান, নাঈম ইসলাম জুনিয়র ২টি করে এবং চিরাগ জনি ও শরিফুল্লাহ নিয়েছেন ১টি করে উইকেট।
সারাবাংলা/এমআরএফ/এসএন