Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকবে না: আইসিসি


১৮ মার্চ ২০১৯ ১৭:৪৬

।। স্পোর্টস ডেস্ক ।।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শনিবার সকাল থেকে শুরু হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। আগের দিন শুক্রবার জুমার নামাজের আগে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর গুলির ঘটনা ঘটে। ওই দুই মসজিদের একটি, আল নূর মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কয়েক মিনিটের এদিক-ওদিক হলেই হামলার শিকার হতেন তারা। হামলায় ৫০ জন নিহত হন, আরও প্রায় ৪৮ জন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

তামিম-মুশফিকদের টিম বাসটি মসজিদের ৫০ গজ কাছাকাছি চলে গিয়েছিল। মসজিদ থেকে রক্তাক্ত মানুষদের বেরিয়ে আসতে দেখে তারা থমকে যান। পরে টিম বাস থেকে নেমে হ্যাগলি পার্কের মাঝ দিয়ে মাঠে ফেরেন ক্রিকেটাররা। এরপর বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় টিম হোটেলে ফেরেন সফরকারীরা। ভয়াবহ ওই হামলার পর টেস্ট বাতিল হয়। পরদিনই ঢাকার পথ ধরেন বাংলাদেশের ক্রিকেটাররা।

এরপরই ওয়ানডে বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। চলতি বছরের মে-জুলাই মাসে ইংল্যান্ডের মাটিতে বসবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তা নিয়ে একটি মেইল করেছে বলেও জানা যায়।

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন গণমাধ্যমে জানিয়েছেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকবে না ইংল্যান্ডে। ক্রাইস্টচার্চে হামলার পর সতর্কতা আরও বাড়িয়ে দেয়া হয়েছে। বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে পূর্ণ সজাগ থাকবে ইংল্যান্ড সরকার এবং আইসিসি।’

তিনি আরও জানান, ‘নিরাপত্তার ব্যাপারটিকে আমরা সব সময় প্রাধান্য দিয়ে থাকি। শুধু ক্রিকেটাররা নন, সফরকারী মিডিয়া, দর্শক, সমর্থক এবং প্রত্যেকের জন্য আমাদের নিরাপত্তাই প্রথম। এখানে ভুল করার কোনো সুযোগ নেই। টুর্নামেন্টের সঙ্গে জড়িত সকলের নিরাপত্তা দেখভাল করা আমাদের দায়িত্ব।’

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনার ব্যাপারে আইসিসি প্রধান নির্বাহী জানান, ‘নিউজিল্যান্ডে যে হামলা হয়েছে তাতে সবাই বেশ অবাক। এটা তো অবাক করার মতোই বিষয়। বিশেষ করে বিশ্বকাপের আগে। বিশ্বকাপের মতো আসরে কোনো ছাড় দেয়ার সুযোগ নেই। ইংল্যান্ডের সিকিউরিটি ডিরেক্টরের পক্ষ থেকে নেয়া নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে আমি জানি। তারা সম্ভাব্য সব কিছুই মাথায় রেখেছে। যদি নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা তৈরি হয়, তারা খুব দ্রুতই তাদের নিরাপত্তা ব্যবস্থাকে পরের ধাপে নিয়ে যাবে। আমরা অবশ্যই সম্ভাব্য সবকিছু মাথায় রেখেছি।’

নিউজিল্যান্ড থেকে দুর্ঘটনার দুঃসহ স্মৃতি নিয়ে প্রিয়জনদের কাছে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। বিমানবন্দরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য অপেক্ষায় ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তিনি বলেছিলেন, ‘এখন খেলা নিয়ে কোনো চিন্তা নয়। ক্রিকেটারদের আগামী কিছুদিন খেলাধুলা নিয়ে চিন্তা করতে আমি পুরোপুরি নিষেধ করে দিয়েছি। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তারা যেন ফুরফুরে হতে পারে সেদিকে নজর দিতে বলে দিয়েছি।’

উল্লেখ্য, বিশ্বকাপের আগে বাংলাদেশ আয়ারল্যান্ডে যাবে ত্রিদেশীয় একটি সিরিজ খেলতে। সেখান থেকেই তারা বিশ্বকাপে অংশ নিতে উড়াল দেবে ইংল্যান্ডে।

** নিজেদের ভাগ্যবান বললেন মাহমুদুল্লাহ

সারাবাংলা/এমআরপি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ নিরাপত্তা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর