Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাঈমের ব্যাটে মোহামেডানকে হারালো রূপগঞ্জ


১৯ মার্চ ২০১৯ ১৭:০১ | আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১৭:০২

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অফ রূপগঞ্জ। মঙ্গলবার (১৯ মার্চ) মিরপুরে এই ম্যাচে মোহামেডানকে ৪ উইকেটে হারিয়েছে নাঈম ইসলামের দল রূপগঞ্জ।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। আগে ব্যাট করতে নেমে আবদুল মজিদের শতকে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৫ রান তোলে মোহামেডান।

বিজ্ঞাপন

দলের পক্ষে সর্বোচ্চ ১০৭ রান করেন ওপেনার আবদুল মজিদ। এছাড়াও নাদিফ চৌধুরী ৬৪, অধিনায়ক রকিবুল হাসান ২৯, ইরফান শুক্কুর ২৫, চতুরাঙ্গা ডি সিলভা ২৩* ও তুষার ইমরান ১৯ রান করেন।

রূপগঞ্জের হয়ে মোহাম্মদ শহীদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়াও ১টি করে উইকেট নেন রিশি দেওয়ান ও মুক্তার আলী।

জবাবে ব্যাট করতে নেমে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ (২৯৬/৬)। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাঈম হাসান। রিশি দেওয়ান করেন ৫১ রান। এছাড়াও জাকির আলী ৩৪*, মোহাম্মদ নাঈম ৩৩ ও শাহরিয়ার নাফিস ২৫ রান করেন।

মোহামেডানের হয়ে ২টি উইকেট নেন শফিউল ইসলাম, আর ১টি উইকেট নেন আলাউদ্দিন বাবু।

ম্যাচসেরা নির্বাচিত হন রূপগঞ্জ অধিনায়ক নাঈম ইসলাম।

সারাবাংলা/এসএন

ডিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর